Home বিনোদন সুখবর দিলেন মেহজাবীন চৌধুরী

সুখবর দিলেন মেহজাবীন চৌধুরী

by বাংলাপ্রেস ডেস্ক
A+A-
Reset

বাংলাপ্রেস ডেস্ক: অভিনেত্রী মেহজাবীন চৌধুরী ইতোমধ্যে নাটক, টেলিফিল্ম ও ওটিটিতে দুর্দান্ত অভিনয় করে প্রমাণ করেছেন নিজেকে। অভিনয়গুণে পেয়েছেন খ্যাতি। একই সঙ্গে জায়গা করে নিয়েছেন দর্শকহৃদয়ে। তবে দীর্ঘদিন ধরেই তার বড়পর্দায় আসা নিয়ে চর্চা ছিল। ভক্ত-শুভাকাঙ্ক্ষীরাও আশায় ছিলেন, কবে বড়পর্দায় দেখতে পাবেন তাদের প্রিয় তারকাকে।

এতদিন প্রত্যাশা থাকলেও এবার অবসান হলো অপেক্ষার। বড়পর্দায় অভিষেক হতে যাচ্ছে এ অভিনেত্রীর। বুধবার (২১ ফেব্রুয়ারি) সোশ্যালি মিডিয়া ফেসবুক ভেরিফায়েড পেজে একটি ছবি পোস্ট করে নিজেই এ তথ্য জানিয়েছেন মেহজাবীন। অভিনেত্রীর পোস্ট করা ছবিতে এলোমেলো চুলে আনমনাভাবে দেখা গেছে তাকে। সিনেমার নাম ‘সাবা’। এটি নির্মাণ করেছেন মাকসুদ হোসেন।

মেহজাবীন লিখেছেন, ‘২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। ভাষা শহিদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে ১৪ বছর আগে এই দিনেই টিভি নাটকে আমার অভিনয় যাত্রা শুরু হয়েছিল। আর আজ এই বিশেষ দিনেই আমার শুভাকাঙ্খী, বন্ধুদের একটি বিশেষ খবর জানাতে চাই, বড় পর্দায় পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রে আমার অভিষেক হতে যাচ্ছে এ বছরই।’

‘গত বছরের শুরুতেই আমরা এই সিনেমার কাজ সম্পন্ন করি। গুণী নির্মাতা মাকসুদ হোসেন পরিচালিত “সাবা” সিনেমায় অভিনয় করেছি আমি। “সাবা” অর্থ যেমন সকাল, সকালের মৃদু বাতাস; আশা করছি আমার সিনেমা জীবনের সকালটিকেও সবাই অকৃত্রিম ভালোবাসায় আচ্ছন্ন করে রাখবেন।’

এ অভিনেত্রী লিখেছেন, ‘গল্প, চরিত্র, পরিচালকের নির্মাণ, গুণী অভিনয়শিল্পী ও নেপথ্যের মেধাবী কলাকুশলীদের সঙ্গে আমার অভিনয়ের সুযোগ-সব মিলিয়ে “সাবা” আমার জীবনে সবসময়ই বিশেষ একটি নাম হয়ে থাকবে।’

এছাড়া সবশেষ তিনি লিখেছেন, ‘ফিচার পোস্টার প্রকাশ করতে পেরে ভীষণ আনন্দিত আমি। তবে এখানেই শেষ নয়। প্রকাশের আরও অনেক কিছুই বাকি রয়েছে। আর সে জন্য অপেক্ষায় থাকতে হবে।’

জানা গেছে, ‘সাবা’ সিনেমায় মেহজাবীন ছাড়াও আরও অভিনয় করেছেন রোকেয়া প্রাচী ও মোস্তফা মনোয়ার। এর গল্প লিখেছেন ত্রিলোরা খান ও নির্মাতা।

বিপি/টিআই

 

You may also like

Leave a Comment

কানেকটিকাট, যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত বৃহত্তম বাংলা অনলাইন সংবাদপত্র

ফোন: +১-৮৬০-৯৭০-৭৫৭৫   ইমেইল: bpressusa@gmail.com
স্বত্ব © ২০১৫-২০২৩ বাংলা প্রেস | সম্পাদক ও প্রকাশক: ছাবেদ সাথী