বাংলাপ্রেস ঢাকা: আগামী ১ ডিসেম্বর থেকে ঢাকা–কক্সবাজার রুটে বাণিজ্যিক ট্রেন চালুর ঘোষণা দিয়েছে রেল কর্তৃপক্ষ। প্রাথমিকভাবে কক্সবাজার এক্সপ্রেস নামে একজোড়া বিরতিহীন ট্রেন ৭৮০ জন যাত্রী নিয়ে ছুটবে পর্যটন নগরীতে। কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী মঙ্গলবার থেকে অনলাইন ও অফলাইনে মিলবে ট্রেনের টিকিট।
গত ১১ নভেম্বর রেল নেটওয়ার্কে প্রবেশ করেছে পর্যটন নগরী কক্সবাজার। ১ ডিসেম্বর থেকে ঘুচতে চলেছে এই পথে বাণিজ্যিক ট্রেন চলাচলের অপেক্ষা। প্রথমবারের মতো পরীক্ষামূলক পূর্ণাঙ্গ ট্রেন যাচ্ছে কক্সবাজারে প্রথমবারের মতো পরীক্ষামূলক পূর্ণাঙ্গ ট্রেন যাচ্ছে কক্সবাজারে
রেল কর্তৃপক্ষ জানিয়েছে, কক্সবাজার-ঢাকা একজোড়া বিরতিহীন ট্রেন দিয়ে শুরু হচ্ছে বাণিজ্যিক যাত্রা। কোরিয়া থেকে নিয়ে আসা অত্যাধুনিক কোচে নিরাপদে ঢাকা থেকে কক্সবাজার এবং কক্সবাজার থেকে ঢাকায় মাত্র ৮ ঘণ্টায় পৌঁছে যাবেন ভ্রমণপিপাসুরা। একবারে ৭৮০ যাত্রী বহন করবে মোট ১৮টি কোচ। যেখানে থাকবে এসি চেয়ার কোচ ৮টি এবং নন-এসি চেয়ার কোচ ১০টি। নন-এসি কোচের ভাড়া ৫০০ টাকা এবং এসি চেয়ার কোচের ভাড়া নির্ধারণ করা হয়েছে ৯৬১ টাকা। যাত্রীদের চাহিদার ওপর ভিত্তি করে ধাপে ধাপে ৫ জোড়া ট্রেন চালানোর পরিকল্পনা রয়েছে বলে জানায় কর্তৃপক্ষ।
বাংলাদেশ রেলওয়ের চিফ অপারেটিং সুপারিনটেনডেন্ট (পূর্ব) শহিদুল ইসলাম গণমাধ্যিমকে বলেন, ‘ঢাকা থেকে যেটা চলবে একেবারে সরাসরি কক্সবাজার পর্যন্ত। মাঝখান থেকে কোনো যাত্রী উঠবে না। প্রথম ট্রেন ১ ডিসেম্বর থেকে চলবে। পরে আমরা দেখব, যাতে সব স্টেশন থেকে যাত্রী উঠতে পারে বা শুধু চট্টগ্রাম থেকে উঠতে পারে, সেই ব্যবস্থাও থাকবে।’
কর্মকর্তারা বলছেন, ঘণ্টায় সর্বোচ্চ ৮০ কিলোমিটার গতিতে চলবে ট্রেন দুটি। তবে কালুরঘাট সেতু ও চট্টগ্রাম থেকে দোহাজারী পর্যন্ত ৪৪ কিলোমিটারে এই গতি রাখা হবে ৫০ থেকে ৬০ কিলোমিটারে। সর্বাধুনিক কোচ সমৃদ্ধ এ ট্রেনে থাকছে সিসি ক্যামেরার নিরাপত্তাসহ বিভিন্ন সুবিধা।
বিপি>আর এল