Home প্রবাস ২০২৪ সালের ফোবানা কর্তৃপক্ষের সাথে ভার্জিনিয়ার ক্রিস্টাল ম্যারিয়টের চুক্তি স্বাক্ষর

২০২৪ সালের ফোবানা কর্তৃপক্ষের সাথে ভার্জিনিয়ার ক্রিস্টাল ম্যারিয়টের চুক্তি স্বাক্ষর

by bnbanglapress

নিজস্ব প্রতিবেদক: আগামী ২০২৪ সালে ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিতব্য ফোবানা সম্মেলনের জন্য ভার্জিনিয়া অঙ্গরাজ্যের আর্লিংটনের ক্রিস্টাল গেটওয়ে ম্যারিয়ট হোটেলকে নির্ধারণ করেছেন স্বাগতিক সংগঠন বাংলাদেশ এসোসিয়েশন অব গ্রেটার ওয়াশিংটন ডিসি (বাগডিসি)। এ উপলক্ষ্যে গত শুক্রবার (১৭ নভেম্বর) ফোবানার স্বাগতিক সংগঠন বাগডিসি’র সাথে ক্রিস্টাল গেটওয়ে ম্যারিয়ট হোটেল কর্তৃপক্ষের এক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ এসোসিয়েশন অব গ্রেটার ওয়াশিংটন ডিসি’র কর্মকর্তারা জানান, আগামী ২০২৪ সালে ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিতব্য ফোবানা সম্মেলনের জন্য যে ভেন্যু আমরা নির্ধারন করেছি তা বিশাল আয়তনের অসাধারণ একটি হলরুম। উক্ত হোটেলটির বিশেষত্ব হলো চমৎকার অবস্থান, মনোরম পরিবেশ, ওয়াশিংটন ডিসি সংলগ্ন এবং যে কোন জায়গা থেকে যোগাযোগ ও যাতায়াতের জন্য অত্যন্ত সহজ। এছাড়া রয়েছে হোটেল রুমের জানালা দিয়ে ডিসি এলাকার চমৎকার দৃশ্য অবলোকনের আয়োজন এবং সুবিধা।
ভার্জিনিয়া অঙ্গরাজ্যের আর্লিংটনের ক্রিস্টাল গেটওয়ে ম্যারিয়ট হোটেল ১৭০০ রিচমন্ হাইওয়ে, আর্লিংটন, ভার্জিনিয়া-২২২০২-এ ঠিকানায় ফোবানা সম্মেলনে অংশগ্রহনেচ্ছুক যে কেউ আগাম হোটেল বুকিং দিতে পারবেন বলে জানিয়েছেন ফোবানা কর্তৃপক্ষ।

শুক্রবার ক্রিস্টাল ম্যারিয়াট হোটেল কর্তৃপক্ষের সাথে ফোবানার স্বাগতিক সংগঠনের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ফোবানা কেন্দ্রীয় কমিটি ও স্বাগতিক সংগঠনের নেতৃবৃন্দদের মধ্যে ফোবানা নির্বাহী কমিটির চেয়ারম্যান মোহাম্মদ আলমগীর, নির্বাহী কমিটির কোষাধ্যক্ষ প্রিয়লাল কর্মকার, হোস্ট কমিটির সভাপতি নুরুল আমিন নুরু, কনভেনার রোকসানা পারভীন, মেম্বার সেক্রেটারী মোহাম্মদ কাজল, সাংস্কৃতিক কমিটির চেয়ারম্যান আবু রুমি, কোষাধক্ষ্য ফখরুল ইসলাম স্বপন, উপদেষ্টা গোলাম মোস্তফা, স্বাগতিক সংগঠনের সদস্য আলতাফ হোসেন ও হোটেল ম্যানেজমেন্ট এর পক্ষে মইন কাজী উপস্থিত ছিলেন।

স্বাগতিক সংগঠনের পক্ষ থেকে কনভেনশন ভেন্যু চূড়ান্তের পর হোটেল কর্তৃপক্ষের হাতে অগ্রিম হিসেবে একটি চেক হস্তান্তর করা হয়। স্বাগতিক সংগঠনের কর্মকর্তারা অত্যন্ত আনন্দিত এবং আশাবাদী যে এমনি একটি চমৎকার ভেন্যুতে আগামী ফোবানা অনুষ্ঠিত হতে যাচ্ছে, যেখানে প্রাণের আনন্দে সবাই মেতে উঠবে চিরকালীন বাঙালিয়ানায় এবং আগামী ফোবানা হবে মনে রাখার মতো একটি ব্যতিক্রমধর্মী অনন্য ফোবানা সম্মেলন।

সবাইকে সম্মেলনে যোগ দেবার জন্য অগ্রিম আমন্ত্রণ জানিয়েছে স্বাগতিক সংগঠন বাগডিসি।

বিপি।এসএম

You may also like

Leave a Comment

আমাদের সম্পর্কে

যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত বৃহত্তম বাংলা অনলাইন সংবাদপত্র

Feature Posts

Newsletter