Home বাংলাদেশ পিটার হাসের শ্রীলঙ্কা সফর, নানা মহলে কৌতূহল

পিটার হাসের শ্রীলঙ্কা সফর, নানা মহলে কৌতূহল

by বাংলাপ্রেস ডেস্ক

বাংলাপ্রেস ডেস্ক: ঢাকায় নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার ডি হাস সস্ত্রীক শ্রীলঙ্কার উদ্দেশে ঢাকা ছেড়েছেন।

বৃহস্পতিবার (১৬ নভেম্বর) বেলা ১১টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একটি ফ্লাইটে শ্রীলঙ্কার কলম্বোর উদ্দেশে রওয়ানা হন তিনি।

দেশের চলমান রাজনৈতিক অস্থিরতার মধ্যে আলোচিত ব্যক্তিতে পরিণত হয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস। তাই হঠাৎ তার এই সফরকে ঘিরে কৌতূহল দেখা দিয়েছে বিভিন্ন মহলে।

বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে বলা হচ্ছে, রাষ্ট্রদূত পিটার হাসকে তলব করেছে ওয়াশিংটন প্রশাসন। এজন্য জরুরিভিত্তিতে কলম্বো হয়ে যুক্তরাষ্ট্র যাবেন হাস।

তবে দূতাবাসের একটি নির্ভরযোগ্য সূত্র জানায়, ‘বিষয়টি সঠিক নয়। কয়েকটি গণমাধ্যম নিজেদের মতো করেই এ নিয়ে সংবাদ প্রচার করছে। তিনি (পিটার হাস) ওয়াশিংটন যাচ্ছেন না। শ্রীলঙ্কা হয়ে ঢাকা ফিরবেন। তবে কবে ফিরবেন সেটি জানানো সম্ভব না। ছুটিতে শ্রীলঙ্কায় বেড়াতে গেছেন তিনি।

বিপি/কেজে

You may also like

Leave a Comment

আমাদের সম্পর্কে

যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত বৃহত্তম বাংলা অনলাইন সংবাদপত্র

Feature Posts

Newsletter