Home বাংলাদেশরংপুর ডোমারে উপজেলা ওয়াটস্যান কমিটির সভা অনুষ্ঠিত

ডোমারে উপজেলা ওয়াটস্যান কমিটির সভা অনুষ্ঠিত

by বাংলাপ্রেস ডেস্ক
A+A-
Reset

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর ডোমারে জানো প্রকল্পের সহযোগিতায় উপজেলা ওয়াটস্যান কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৫ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে উক্ত কমিটির সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান তোফায়েল আহমেদ এর সভাপতিত্বে কমিটির সদস্য সচিব ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী শরিফুল ইসলামের সঞ্চালনায় অতিথি হিসাবে উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল আলম (বিপিএএ), উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক সরকার, বেগম রৌশন কানিজ, ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম রিমুন, রাসেল রানা, ফিরোজ কবির চৌধুরী, শাখাওয়াৎ হাবিব বাবু, জানো প্রকল্পের সহকারী প্রকল্প ব্যবস্থাপক পোরশিয়া রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবীদ রফিকুল ইসলাম, প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ মোজম্মেল হক, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নজরুল ইসলাম, পরিবার পরিকল্পনা বিষয়ক কর্মকর্তা তবিবুর রহমান, জানো প্রকল্পের উপজেলা ম্যানেজার ডালিম কুমার রায় প্রমূখ বক্তব্য রাখেন।

 

অনুষ্ঠানে উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সুধীজন উপস্থিত ছিলেন। বক্তাগণ অগভীর নলকুপ স্থাপনের তালিক নির্বাচন, নিরাপদ পানি সরবরাহ এবং বিদ্যালয়ে শিক্ষার্থীদের জন্য ওয়াটস্যান স্থাপনের উপর গুরুত্বারপ করেন।

বিপি/কেজে

You may also like

Leave a Comment

কানেকটিকাট, যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত বৃহত্তম বাংলা অনলাইন সংবাদপত্র

ফোন: +১-৮৬০-৯৭০-৭৫৭৫   ইমেইল: bpressusa@gmail.com
স্বত্ব © ২০১৫-২০২৩ বাংলা প্রেস | সম্পাদক ও প্রকাশক: ছাবেদ সাথী