Home রাজনীতি তফসিলের বিরুদ্ধে গাজীপুরে বিএনপির মশাল মিছিল

তফসিলের বিরুদ্ধে গাজীপুরে বিএনপির মশাল মিছিল

by বাংলাপ্রেস ডেস্ক

বাংলাপ্রেস ঢাকা: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পরপরই গাজীপুরের টঙ্গীতে মশাল মিছিল করেছে গাজীপুর মহানগর বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

বুধবার (১৫ নভেম্বর) রাত ৮টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মিলগেট এলাকায় এ মশাল মিছিল বের বিএনপি। এতে শতাধিক বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

জানা যায়, বুধবার সন্ধ্যায় বিএনপি নেতা সরকার শাহনূর ইসলাম রনির নেতৃত্বে ২০-২৫ জন বিএনপি ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীরা একটি মিছিলে মশাল হাতে নিয়ে ‘অবৈধ সরকারের তফসিল ঘোষণা করা হয়েছে’ বলে শ্লোগান দেয়। মিছিলে আরও অংশ নেন বিএনপি নেতা সানজিদ আহমেদ মিথুন, মীর ফারুক, সালাউদ্দিন, মাসুদ, হৃদয়, নাহিদ, জাহিদসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

গাজীপুর মহানগর পুলিশের টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুস্তাফিজুর রহমান বলেন, বিএনপির নেতাকর্মীরা রাতে মিছিল বের করে। খবর পেয়ে পুলিশের একটি দল সেখানে উপস্থিত হলে নেতাকর্মীরা মহাসড়ক ছেড়ে দেয়।

বিপি>আর এল

You may also like

Leave a Comment

আমাদের সম্পর্কে

যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত বৃহত্তম বাংলা অনলাইন সংবাদপত্র

Feature Posts

Newsletter