Home অন্যান্যধর্ম বিশ্ব ইজতেমা শুরু ২ ফেব্রুয়ারি

বিশ্ব ইজতেমা শুরু ২ ফেব্রুয়ারি

by বাংলাপ্রেস ডেস্ক

বাংলাপ্রেস ডেস্ক: গাজীপুরের টঙ্গীতে তুরাগ নদের তীরে মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম তাবলিগ জামাত বিশ্ব ইজতেমার তারিখ নির্ধারিত হয়েছে। আগামী বছরও ২ পর্বে অনুষ্ঠিত হবে বিশ্ব ইজতেমা। ২০২৪ সালের ২ থেকে ৪ ফেব্রুয়ারি প্রথম পর্ব এবং ৯ থেকে ১১ ফেব্রুয়ারি দ্বিতীয় পর্বের ইজতেমা অনুষ্ঠিত হবে।

বুধবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বৈঠক শেষে এসব তথ্য জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

তিনি জানান, তাবলিগ জামাতের এই বিশ্ব ইজতেমা দুই পর্বে অনুষ্ঠিত হবে। ইজতেমার প্রথম পর্ব ২০২৪ সালের ২ থেকে ৪ ফেব্রুয়ারি এবং দ্বিতীয় পর্ব ৯ থেকে ১১ ফেব্রুয়ারি টঙ্গীর তুরাগ তীরে অনুষ্ঠিত হবে। প্রথম পর্বের ইজতেমায় মাওলানা জোবায়েরের পক্ষের লোকজন অংশ নেবেন। আর দ্বিতীয় পর্বে অংশ নেবেন মাওলানা সাদের অনুসারীরা।

১৯৬৭ সাল থেকে টঙ্গীর তুরাগ তীরের বিশাল ময়দানে বিশ্ব ইজতেমা হচ্ছে। আর বিশ্ব ইজতেমা দুই পর্বে অনুষ্ঠিত হচ্ছে ২০১১ সাল থেকে।

 

বিপি/কেজে

You may also like

Leave a Comment

আমাদের সম্পর্কে

যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত বৃহত্তম বাংলা অনলাইন সংবাদপত্র

Feature Posts

Newsletter