দিলীপ কুমার দাস, ময়মনসিংহ থেকে: ডায়াবেটিসের কারণে মানুষের শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গ ব্রেন, হার্ট, কিডনি ও চোখে আক্রান্ত মারাত্মক ক্ষতির কারণ হতে পারে বলে জানিয়েছেন বিশেষজ্ঞ চিকিৎসক।
মঙ্গলবার ( ১৪ নভেম্বর ) ময়মনসিংহে বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে আলোচনা অনুষ্ঠানে বিশেষজ্ঞ চিকিৎসকগণ এ তথ্য জানান। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার উম্মে সালমা তানজিয়া।
নগরীর ৫ নং ঈশান চক্রবর্তী রোডের মডাস কার্যালয়ে ময়মনসিংহ ডায়াবেটিক সমিতির (মডাস) সভাপতি অধ্যক্ষ গোলাম সারওয়ার এর সভাপতিত্বে প্রচার সম্পাদক সাংবাদিক নজীব আশরাফের সঞ্চালনায় আলোচনায় বক্তব্য রাখেন বিশিষ্ট চক্ষু বিশেষজ্ঞ ডাঃ কে.আর. ইসলাম, বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ ডাঃ এস.কে অপু, মডাস সাধারণ সম্পাদক মোঃ হুমায়ুন কবীর, কোষাধ্যক্ষ অ্যাডভোকেট ফরিদ আহাম্মদ, জেলা আওয়ামী লীগ সহ সভাপতি মমতাজ উদ্দিন মন্তা,উদযাপন কমিটির আহবায়ক ফরহাদ হাসান খান, ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম প্রমূখ।
ময়মনসিংহ ডায়াবেটিক সমিতি দিবসটি উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও বিনামূল্যে রক্ত পরীক্ষা এবং চিকিৎসা সেবা প্রদানের আয়োজন করা হয়েছে।
বিপি>আর এল