Home জীবনযাপন নীলফামারীতে নেটওয়ার্কিং সমন্বয় ওয়ার্কশপ অনুষ্ঠিত

নীলফামারীতে নেটওয়ার্কিং সমন্বয় ওয়ার্কশপ অনুষ্ঠিত

by বাংলাপ্রেস ডেস্ক
A+A-
Reset

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি : নীলফামারীতে জানো প্রকল্পের সহায়তায় সরকারী বে-সরকারী সেবাদান প্রতিষ্ঠান ও কৃষকদের নিয়ে নেটওয়ার্কিং সমন্বয় ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৩ নভেম্বর) সকাল ১১টায় নীলফামারী সিভিল সার্জন সম্মেলন কক্ষে প্রকল্পের সহকারী প্রকল্প ব্যবস্থাপক পোরশিয়া রহমানের সভাপতিত্বে উপজেলা ম্যানেজার শরিফ আহম্মেদ শাহ্ধসঢ়;’র সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, নীলফামারী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. এসএম আবু বক্কর সাইফুল ইসলাম।

বিশেষ অতিথি হিসাবে, জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ সিরাজুল হক, বাংলাদেশ ফলিত পুষ্টি
ও গবেষনা কেন্দ্র রংপুর আঞ্চলিক শাখার প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. আব্দুর রাজ্জাক, বাংলাদেশ ধান গবেষনা কেন্দ্র রংপুর শাখার সিনিয়র বৈজ্ঞানিক কর্মকর্তা ড. রকিবুল হাসান, কেয়ার বাংলাদেশ এর কৃষি ও জলবায়ু পরিবর্তন বিষয়ক কনসালট্রেন্ট মারুফ আযম, টেকনিক্যাল অফিসার নিহার কুমার প্রামানিক প্রমূখ বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে প্রায় ৪০ জন সফল খামারী, কৃষক ও প্রকল্পের উদ্দোক্তাগণ অংশগ্রহন করেন। উল্লেখ্য- জানো প্রকল্পটি ইউরোপিয় ইউনিয়ন এর অর্থায়নে অষ্ট্রিয়ান ডেভলপমেন্ট কর্পোরেশন এর সহায়তায় কেয়ার ইন্টারন্যাশনাল ও প্লান ইন্টারন্যাশনাল এর কারিগরী সহায়তায় জাতীয় পর্যায়ের বে-সরকারী সংস্থা ইকো সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) প্রকল্পটি ২০১৮ সালের ১সেপ্টেম্বর হতে রংপুর জেলার তারাগঞ্জ, কাউনিয়া, গংঙ্গাচড়া এবং নীলফামারী জেলার কিশোরগঞ্জ, নীলফামারী সদর, জলঢাকা ও ডোমার উপজেলায় একযোগে প্রকল্পটি সরকারের সমম্বিত পুষ্টি কার্যক্রমকে সহায়তা করে এলাকায় ব্যপক সাড়া জাগিয়েছে।

বিপি>আর এল

You may also like

Leave a Comment

কানেকটিকাট, যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত বৃহত্তম বাংলা অনলাইন সংবাদপত্র

ফোন: +১-৮৬০-৯৭০-৭৫৭৫   ইমেইল: bpressusa@gmail.com
স্বত্ব © ২০১৫-২০২৩ বাংলা প্রেস | সম্পাদক ও প্রকাশক: ছাবেদ সাথী