Home বাংলাদেশরংপুর সৈয়দপুরে ১০ বছরের শিশুর বিমানযোগে ঢাকায় যাওয়ার চেষ্টা

সৈয়দপুরে ১০ বছরের শিশুর বিমানযোগে ঢাকায় যাওয়ার চেষ্টা

by বাংলাপ্রেস ডেস্ক

এম আর আলী টুটুল সৈয়দপুর(নীলফামারী) প্রতিনিধি: সৈয়দপুর বিমানবন্দরে ভিআইপি লাউঞ্জে অনুপ্রবেশ সময় ১০ বছরের এক শিশুকে আটক করেছে সিভিল অ্যাভিয়েশন কর্তৃপক্ষ।

রোববার সন্ধ্যা ৭টায় বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে এই শিশুকে আটক করা হয়। শিশুটির বাড়ি রংপুর সদরের দেউডুবায়। সে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেণির শিক্ষার্থী।

সৈয়দপুর বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, আজ বিকেলের দিকে রংপুর থেকে একটি বাসে চড়ে সৈয়দপুর শহরে আসে শিশুটি। বাস টার্মিনাল থেকে সন্ধ্যার দিকে অটোরিকশায় চেপে বিমানবন্দরে আসে। সন্ধ্যা ৭টার দিকে বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জ এন্ট্রি গেট দিয়ে অন্যান্য যাত্রীদের সঙ্গে ঢুকে পড়ে। শিশুটির চলাফেরা দেখে সন্দেহ করেন। তখন শিশুকে জিজ্ঞাসাবাদ করলে অনুপ্রবেশের বিষয়টি বুঝতে পারেন। শিশুটি বিমানযোগে ঢাকায় যাওয়ার চেষ্টা করছিল।

সৈয়দপুর বিমানবন্দরের ম্যানেজার সুপ্লব কুমার ঘোষ বলেন, ‘শিশুটির পরিবারকে খবর দেওয়া হয়েছে।শিশুটির স্বজনেরা বিমানবন্দরে পৌঁছালে তাকে পরিবারের কাছে তুলে দেওয়া হবে। এ ব্যাপারে কোনো আইনি পদক্ষেপ নেওয়া হবে না।

বিপি>আর এল

You may also like

Leave a Comment

আমাদের সম্পর্কে

যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত বৃহত্তম বাংলা অনলাইন সংবাদপত্র

Feature Posts

Newsletter