Home আন্তর্জাতিক কাশ্মীরে আগুনে পুড়ে ৩ বাংলাদেশি পর্যটকের মৃত্যু

কাশ্মীরে আগুনে পুড়ে ৩ বাংলাদেশি পর্যটকের মৃত্যু

by বাংলাপ্রেস ডেস্ক

বাংলাপ্রেস ডেস্ক: ভারতশাসিত কাশ্মীরের শ্রীনগরে অবস্থিত ডাল লেকের হাউজবোটে লাগা আগুনে পুড়ে ৩ বাংলাদেশি পর্যটকের মৃত্যু হয়েছে।

শনিবার (১১ নভেম্বর) সকালের দিকে ডাল লেকের বেশ কয়েকটি হাউজবোটে আগুন লাগে। পরে সেখান থেকে তিন বাংলাদেশির মরদেহ উদ্ধার করা হয়। খবর এনডিটিভির।

পুলিশ জানিয়েছে, এদিন সকালের দিকে ডাল লেকের ৯ নম্বর ঘাটের কাছে একটি হাউজবোটে আগুন লাগে। পরে তা অন্য হাউজবোটে ছড়াতে থাকে। ঘটনায় অন্তত পাঁচটি হাউজবোট পুড়ে গেছে। ক্ষতি হয়েছে আরও কয়েকটির।

পুলিশ আরও জানায়, নিহত তিন বাংলাদেশি পর্যটক সাফিনা নামে একটি হাউজবোটে ছিলেন। আগুনের ঘটনায় বোটগুলো পুড়ে ছাই হয়ে গেছে। তবে কীভাবে আগুন লেগেছে তার কারণ এখনো জানা যায়নি। কাশ্মীরে এ সময় প্রচুর পর্যটক ভিড় করেন।

বিপি/কেজে

You may also like

Leave a Comment

আমাদের সম্পর্কে

যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত বৃহত্তম বাংলা অনলাইন সংবাদপত্র

Feature Posts

Newsletter