Home জীবনযাপন ডোমারে বাল্যবিয়ে প্রতিরোধ বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত

ডোমারে বাল্যবিয়ে প্রতিরোধ বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত

by বাংলাপ্রেস ডেস্ক


আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি : নীলফামারীর ডোমারে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর আয়োজিত বাল্যবিয়ে প্রতিরোধ বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির (সেল্ধসঢ়;প) এর সহযোগিতায় বুধবার (০৮ নভেম্বর) বিকালে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল আলম (বিপিএএ) এর সভাপতিত্বে ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির জেলার ডেপুটি ম্যানেজার এনামুল হকের সঞ্চালনায় অতিথি হিসাবে, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বেগম রৌশন কানিজ, মহিলা বিষয়ক কর্মকর্তা নূরুন নাহার শাহজাদী, মাধ্যমিক কর্মকর্তা শাকেরিনা বেগম, ইউপি চেয়ারম্যান মোমিনুর রহমান, আমিনুল ইসলাম রিমুন, মাসুম আহমেদ, শাখাওয়াৎ হাবিব বাবু, ডোমার বহুমূখি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবিউল আলম, পল্লীশ্রী কর্মসূচির জেলা সমন্বয়কারী মকিম চৌধুরী, ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির এ্যাসোসিয়েট অফিসার লতিফুল ইসলাম প্রমূখ বক্তব্য রাখেন। অনুষ্ঠানে নিকাহ রেজিষ্ট্রার (কাজী) সনাতন ধর্মীয় পুরোহিত সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

বাল্যবিয়ে প্রতিরোধে সামাজিক আন্দোলনের পাশাপাশী জনপ্রতিনিধি ও সুশিল সমাজের ব্যক্তিদের এগিয়ে আসার আহবান জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল আলম।

বিপি>আর এল

You may also like

Leave a Comment

আমাদের সম্পর্কে

যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত বৃহত্তম বাংলা অনলাইন সংবাদপত্র

Feature Posts

Newsletter