Home বাংলাদেশ বাংলাদেশে সহিংসতামুক্ত নির্বাচন দেখতে চান জাতিসংঘ

বাংলাদেশে সহিংসতামুক্ত নির্বাচন দেখতে চান জাতিসংঘ

by bnbanglapress

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে সহিংসতাবিহীন অবাধ ও সুষ্ঠু নির্বাচন দেখতে চান জাতিসংঘ। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় গতকাল সোমবার (৬ নভেম্বর) নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে ব্রিফিংয়ে সংস্থাটির মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক এ আশা প্রকাশ করেন।
ব্রিফিংয়ে বাংলাদেশের এক সাংবাদিক ডুজারিককে প্রশ্ন করেন, ‘আমার দুটি প্রশ্ন রয়েছে। এর মধ্যে একটি বাংলাদেশ সংক্রান্ত। বাংলাদেশে সুষ্ঠু নির্বাচনের দাবি পূরণে প্রধান রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ করছে নির্বাচন কমিশন। কিন্তু প্রধান বিরোধী দল বিএনপি ৪ নভেম্বর হওয়া বৈঠকে অংশ নেননি। দলটি অবরোধের মতো কর্মসূচি দিয়েছে। এতে একজন পুলিশ কর্মকর্তাসহ বেশ কয়েজন সাধারণ জনগণ প্রাণ হারিয়েছেন। কর্মসূচির নামেই এমনটি হয়েছে। জবাবে জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র বলেন, দুঃখিত, দুঃখিত। আমি দুঃখিত। আপনার প্রশ্নটা যে কি?এর প্রতিক্রিয়ায় ওই সাংবাদিক বলেন, তারা (বিএনপি) নির্বাচন কমিশনের সংলাপে যাচ্ছে না। কিন্তু, দলটি একটি সুষ্ঠু নির্বাচন চায়।
উত্তরে স্টিফেন ডুজারিক বলেন, আমি জানি না কেন, আমরা বুঝাতে চাচ্ছি, আমার কাছে বিশদ বিবরণ নেই। কেন দলটি সংলাপে অংশ নেয়নি সে সম্পর্কে আমার জানা নেই। আমি আপনাকে যা বলতে পারি তা হল, আমরা বাংলাদেশে সহিংসতামুক্ত একটি সুষ্ঠু ও অবাধ নির্বাচন আশা করি। আমরা যেমন বলেছি, গ্রেপ্তার হওয়া বিপুল সংখ্যক লোকের বিষয়ে আমাদের উদ্বেগ প্রকাশ করেছি।

বিপি।এসএম

You may also like

Leave a Comment

আমাদের সম্পর্কে

যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত বৃহত্তম বাংলা অনলাইন সংবাদপত্র

Feature Posts

Newsletter