Home বাংলাদেশচট্টগ্রাম কাতারে সিলিন্ডার বিস্ফোরণে নোয়াখালী প্রবাসীর মৃত্যু

কাতারে সিলিন্ডার বিস্ফোরণে নোয়াখালী প্রবাসীর মৃত্যু

by বাংলাপ্রেস ডেস্ক

নোয়াখালী প্রতিনিধি: কাতারের দোহায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নোয়াখালীর সেনবাগের প্রবাসী এক যুবকের মৃত্যু হয়েছে।
এ দুর্ঘটনায় আরও ৩ বাংলাদেশীসহ ৬ জনের মৃত্যু হয়।

নিহত জাফরুল ইসলাম লিটন (৪০) উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের ২নম্বর ওয়ার্ডের দক্ষিণ রাজারামপুর গ্রামের নিলাম বাড়ির আবদুস সাত্তার ওরফে জমিদার মিয়ার ছেলে।

গত রোববার (৫ নভেম্বর) কাতারের স্থানীয় সময় রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয় মোহাম্মদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফিরোজ আলম রিগান বলেন , ১২ বছর আগে জীবিকার সন্ধানে দোহায় পাড়ি জমান লিটন। সেখানে সে একটি কোম্পানীতে গাড়িচালক হিসাবে কর্মরত ছিলেন। এক বছর আগে ছুটি নিয়ে বাড়িতে এসেছিলেন। কাতারের দোহায় একটি মোটরসাইকেল ওয়ার্কশপের সামনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে তার মৃত্যু হয়। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমেছে। নিহতের পরিবার তার মরদেহ দেশে আনতে সরকারের সহযোগিতা চেয়েছেন।

বিপি/কেজে

You may also like

Leave a Comment

আমাদের সম্পর্কে

যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত বৃহত্তম বাংলা অনলাইন সংবাদপত্র

Feature Posts

Newsletter