নিজস্ব প্রতিবেদক: যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের বোস্টনে সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন নিউ ইংল্যান্ড বাংলাদেশি আমেরিকান ফাউন্ডেশন (নিবাফ)-এর স্থায়ী কার্যালয় উদ্বোধন করা হয়েছে। স্থানীয় সময় রবিবার (৫ নভেম্বর) নিউ ইয়র্কস্থ বাংলাদশ কনস্যুলেট জেনারেলের ডিপুটি কনসাল জেনারেল এস এম নাজমুল হাসান নিবাফ-এর স্থায়ী কার্যালয় উদ্বোধন করেন।
ক্যামব্রিজের হার্ভার্ড স্কোয়ারের সন্নিকটে ৪৫ মাউন্ট অবার্ন স্ট্রিটে নিবাফের কার্যালয় উদ্বোধনী অনুষ্ঠানে নিউ ইয়র্কস্থ বাংলাদশ কনস্যুলেট জেনারেলের ডিপুটি কনসাল জেনারেল এস এম নাজমুল হাসান, ফার্ষ্ট সেক্রেটারী প্রসুন কুমার চক্রবর্তী, নিবাফের অর্থ পরিচালক ও প্রতিষ্ঠাতা চেয়ারপার্সন নাহিদ সিতারা, গণসংযোগ ও সাংস্কৃতিক বিষয়ক পরিচালক তাহেরা আহমেদ মিতু, শিক্ষা ও সাহিত্য বিষয়ক পরিচালক সাবরিনা ফারাহ, নিউ ইংল্যান্ড আওয়ামীলীগের সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা ইউসুফ চৌধুরী, সঙ্গীতশিল্পী কৌশলী ইমা, নিউ ইয়র্কস্থ বাংলাদশ কনস্যুলেট জেনারেলের অফিস সহকারী মনিরুজ্জামান, আসাদুজ্জামান, মফিজ উদ্দিন ও শফিকুর রহমানসহ বোস্টনের বাংলাদেশি কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
নিবাফ-এর স্থায়ী কার্যালয় উদ্বোধনের পর নিউ ইয়র্কস্থ বাংলাদশ কনস্যুলেট জেনারেলের ডিপুটি কনসাল জেনারেল এস এম নাজমুল হাসান তার সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, নিউ ইংল্যান্ড বাংলাদেশি আমেরিকান ফাউন্ডেশন (নিবাফ) একটি অলাভজনক প্রতিষ্ঠান। নিবাফ প্রতিবছর ২/৩ বার কনস্যুলেট সেবার পাশাপাশি নানা ধরনের সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে আসছে। ফলে প্রবাসীরা বিনোদনসহ সকল ধরনের সেবা পাচ্ছেন নিবাফের কাছ থেকে। প্রবাসীদের জন্য এ ধরনের সেবামুলক কাজের ফলে নিবাফ নিউ ইংল্যান্ড প্রবাসীদের কাছে বেশ সুনাম অর্জন করছেন। তিনি এ ধরনের কর্মাকান্ড চালিয়ে যাবার জন্য নিবাফ কর্মকর্তাদের প্রতি আহবান জানান।
নিবাফের সকল কর্মকান্ডের প্রশংসা করে বক্তব্য দেন নিউ ইয়র্কস্থ বাংলাদশ কনস্যুলেট জেনারেলের ফার্ষ্ট সেক্রেটারী প্রসুন কুমার চক্রবর্তী, নিবাফের অর্থ পরিচালক ও প্রতিষ্ঠাতা চেয়ারপার্সন নাহিদ সিতারা, গণসংযোগ ও সাংস্কৃতিক বিষয়ক পরিচালক তাহেরা আহমেদ মিতু, শিক্ষা ও সাহিত্য বিষয়ক পরিচালক সাবরিনা ফারাহ, নিউ ইংল্যান্ড আওয়ামীলীগের সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা ইউসুফ চৌধুরী প্রমুখ।
এর আগে নিবাফ কার্যালয়ে কনস্যুলার সেবা প্রদান করা হয়। বোস্টনে দু’দিনব্যাপী কনস্যুলার ক্যাম্পে মোট ২৭৩ পাসপোর্টের নানা পাসপোর্টের নানা কাজ সম্পাদন করা হয়। এর মধ্যে রয়েছে- এনআরভি-১৮২টি, এমআরপি-৫৫টি, ডিএনসি-১০টি, পিওএ-৬টি, বিআরসি-১টি ও ভিসা-১টি। এছাড়াও ১৮টি পাসপোর্ট সরবরাহ করা হয়। এরমধ্যে ই-পাসপোর্ট-৩টি, এম আরপি-৭টি ও ডিএনসি-৮টি।
বিপি।এসএম