Home প্রবাস নিউ ইয়র্কে ভাড়াটের যন্ত্রণায় নিজ বাড়িতে আগুন লাগানো বাংলাদেশি গ্রেপ্তার

নিউ ইয়র্কে ভাড়াটের যন্ত্রণায় নিজ বাড়িতে আগুন লাগানো বাংলাদেশি গ্রেপ্তার

by bnbanglapress

নিজস্ব প্রতিবেদক: নিউ ইয়র্কে ভাড়াটের যন্ত্রণা থেকে মুক্তির আশায় নিজ বাড়িতে আগুন লাগানো এক বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত এক সপ্তাহ ধরে তদন্ত শেষে নিউ ইয়র্কের ব্রুকলিনের বাসিন্দা বাংলাদেশি বাড়িওয়ালা রফিকুল ইসলামকে গত ৩ নভেম্বর পুলিশ গ্রেপ্তার করে। তিনি দীর্ঘদিন ধরে ভাড়াটিয়ার কাছ থেকে ভাড়া আদায় করতে না পেরে ক্ষুদ্ধ হয়ে গত ২৬ সেপ্টম্বর নিজ বাড়িতে আগুন লাগিয়ে দেয়। এ সময় বাড়িতে থাকা দুইজন বয়স্কসহ ৬ শিশু কিশোর দ্রুত নিরাপদে নিয়ে যাওয়া হয়।
জানা যায়, ব্রুকলিনের সাইপ্রাস হিলস এলাকার ফোরবেল স্ট্রিটের ২১২ ঠিকানায় রফিকুল ইসলামের দু’তলার ভাড়াটে দীর্ঘদিন থেকে ভাড়া না দিয়েই অবস্থান করছিলেন। ক্ষুব্ধ বাড়ির মালিক নিজেই কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেন। এসময় ঘরে ৬ জন শিশু এবং দুইজন প্রাপ্ত বয়স্ক লোক অবস্থান করছিলেন।
অগ্নিকাণ্ডের শিকার ব্যক্তিদের সাক্ষাৎকারে জানা যায়, রফিকুল ইসলাম তাদের গ্যাস ও বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন করার হুমকি দিচ্ছিলেন এবং শেষ পর্যন্ত তার ভাড়া পরিশোধ না করলে বাড়িটি পুড়িয়ে ফেলার হুমকি দিয়েছিলেন। অগ্নিসংযোগের জরুরি কল পেয়ে ফায়ার সার্ভিস দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে এবং ছাদ দিয়ে লোকজনকে নিরাপদে উদ্ধার করতে সক্ষম হয়। আশেপাশের সার্ভিল্যান্স ভিডিও পর্যবেক্ষণে দেখা যায়, ৯১১ এ কল করার কিছু আগে হুড পরা একজন লোক বাড়িতে প্রবেশ করছে। ভিডিও বিশ্লেষণ করে হুডযুক্ত সন্দেহজনক ব্যক্তির পরিচয় শনাক্তের জন্য কয়েক সপ্তাহ সময় লাগে। নিজের ঘরে কেরোসিন ঢেলে আগুন দেয়ার অভিযোগে রফিকুল ইসলামকে গত ৩ নভেম্বর পুলিশ গ্রেফতার করে। তার বিরুদ্ধে বিরুদ্ধে আটটি হত্যার চেষ্টা, হামলা ও অগ্নিসংযোগসহ অন্যান্য অপরাধের অভিযোগ আনা হয়েছে। ব্রুকলিন ডিস্ট্রিক্ট অ্যাটর্নি অফিস তার বিরুদ্ধে বিচার করবে বলে জানানো হয়েছে।

বিপি।এসএম

 

You may also like

Leave a Comment

আমাদের সম্পর্কে

যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত বৃহত্তম বাংলা অনলাইন সংবাদপত্র

Feature Posts

Newsletter