Home রাজনীতি বিএনপি নেতা মজিবুর রহমান সারোয়ারকে তুলে নিয়ে গেছে ডিবি পুলিশ

বিএনপি নেতা মজিবুর রহমান সারোয়ারকে তুলে নিয়ে গেছে ডিবি পুলিশ

by বাংলাপ্রেস ডেস্ক

বাংলাপ্রেস ডেস্ক: বিএনপির যুগ্ম মহাসচিব ও বরিশাল সিটি করপোরেশনের সাবেক মেয়র মজিবুর রহমান সারোয়ারকে ডিবি পুলিশ তুলে নিয়ে গেছে বলে অভিযোগ করেছে তার পরিবার।

বৃহস্পতিবার (২ নভেম্বর) দিবাগত রাত তিনটায় মোহাম্মদপুর থেকে ডিবি পুলিশ তুলে নিয়ে যায় বলে অভিযোগ করা হয়েছে।

এর আগে গভীর রাতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। রাজধানীর গুলশানের একটি বাসা থেকে তাকে আটক করা হয়।

বিএনপির চেয়ারপারসনের প্রেস উইংয়ের কর্মকর্তা শামসুদ্দিন দিদার এক বার্তায় জানিয়েছেন, গোয়েন্দা পুলিশের সদস্যরা বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীকে তুলে নিয়ে গেছেন।

জানা যায়, আমীর খসরুকে গ্রেপ্তারে বৃহস্পতিবার তার গুলশানের বাসা ঘিরে ফেলে ডিবি। এরপর তাকে ভেতর থেকে নিয়ে আসা হয়। পরে রাত ১টা ১৫ মিনিটে আমীর খসরুকে একটি সাদা মাইক্রোবাসে ডিবিতে নেয়া হয়।

বিপি>আর এল

You may also like

Leave a Comment

আমাদের সম্পর্কে

যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত বৃহত্তম বাংলা অনলাইন সংবাদপত্র

Feature Posts

Newsletter