Home বিনোদন অভিনেত্রী হুমায়রা হিমু‌র মরদেহ উদ্ধার

অভিনেত্রী হুমায়রা হিমু‌র মরদেহ উদ্ধার

by বাংলাপ্রেস ডেস্ক

বাংলাপ্রেস ঢাকা: অভিনেত্রী হুমায়রা হিমু আর নেই। বৃহস্পতিবার (২ নভেম্বর) বিকেলে তাকে রাজধানীর উত্তরার নিজ বাসা থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তবে কীভাবে তার মত্যু হয়েছে, প্রাথমিকভাবে তা নিশ্চিত হওয়া যায়নি।

বিষয়টি নিশ্চিত করেছেন অভিনয় শিল্পী সংঘের সভাপতি আহসান হাবিব নাসিম। তিনি বলেন, হিমুকে উত্তরার একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর থেকেই হিমুর ফোনসহ তার এক বন্ধু নিখোঁজ।

১৯৮৫ সালের ২৩ নভেম্বর লক্ষ্মীপুর জেলায় জন্মগ্রহণ করেন হুমায়রা হিমু। মঞ্চনাটকে অভিনয়ের মাধ্যমে তিনি নাট্য জগতে প্রবেশ করেন। তাকে অসংখ্য টিভি নাটকে দেখা গেছে। এর মধ্যে ডিবি, সোনাঘাট, চেয়ারম্যান বাড়ি, বাটিঘর, শোনে না সে শোনে না অন্যতম। আমার বন্ধু রাশেদ চলচ্চিত্রের মাধ্যমে হিমুর বড় পর্দায় অভিষেক হয়।

বিপি>আর এল

You may also like

Leave a Comment

আমাদের সম্পর্কে

যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত বৃহত্তম বাংলা অনলাইন সংবাদপত্র

Feature Posts

Newsletter