হাফিজুর রহমান হাবিব, তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধিঃ পঞ্চগড়ে তেতুলিয়ায় ১ নভেম্বর,বুধবার ২০২৩ স্মার্ট যুব,সম্মৃদ্ধ দেশ’ বঙ্গবন্ধুর বাংলাদেশ এ প্রতিপাদ্য নিয়ে তেতুলিয়া জাতীয় যুব দিবস উদযাপিত হয়েছে। এ উপলক্ষে বুধবার সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ চত্তর থেকে বর্ণাঢ্য রেলী বের হয়ে প্রধান সড়ক প্রদিক্ষণ শেষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। তেতুলিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি)মাহাবুবুল হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও আওয়ামীলীগের সাধারন সম্পাদক কাজী মাহমুদুর রহমান ডাবলু। ভাইস চেয়ারম্যান ইউসুফ আলী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মাসুদ পারভেজ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুস সামাদ প্রধান, সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা নাফিজুল ইসলাম ও সাখাওয়াত হোসেন।
উদ্যোক্তা হিসেবে বক্তব্য রাখেন সাগরিকা চৌধুরী, কোরআন তেলাওয়াত করেন আব্দুর রাজ্জাক, পরে ৬০ জন যুব প্রশিক্ষণার্থীদের মাঝে ৬০০/-টাকা করে সম্মানী ভাতা এবং ৩ জনকে ৬০ হাজার করে যুব ঋণ প্রধান করা হয়। অনুষ্ঠান সঞ্চালন করেন নাফিজুল ইসলাম। যুব উদ্যোক্তা,যুব প্রশিক্ষণার্থী,গণমাধ্যম কর্মী উপস্থিত ছিলেন ।
বিপি>আর এল