Home বাংলাদেশ ২৮ অক্টোবর ঢাকায় সংঘটিত রাজনৈতিক সহিংসতার তদন্ত চায় যুক্তরাষ্ট্র

২৮ অক্টোবর ঢাকায় সংঘটিত রাজনৈতিক সহিংসতার তদন্ত চায় যুক্তরাষ্ট্র

by bnbanglapress

নিজস্ব প্রতিবেদক: গত ২৮ অক্টোবর ঢাকায় সংঘটিত রাজনৈতিক সহিংসতার পুঙ্খানুপুঙ্খ তদন্ত করার আহ্বান জানিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্র। পাশাপাশি ওইদিনের ঘটনার জানিয়েছে নিন্দাও জানিয়েছেন। স্থানীয় সময় সোমবার (৩০ অক্টোবর) নিয়মিত প্রেস ব্রিফিংয়ে মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র ম্যাথিউ মিলার এই আহ্বান জানান।
তিনি বলেন, ‘একজন পুলিশ কর্মকর্তা ও একজন রাজনৈতিক কর্মীকে হত্যা এবং একটি হাসপাতাল ও বাস পুড়িয়ে দেয়ার ঘটনা অগ্রহণযোগ্য; একইভাবে সাংবাদিকসহ বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে সহিংসতাও।’
মিলার বলেন, যুক্তরাষ্ট্র ২৮ অক্টোবরের সমাবেশের ঘটনাগুলোর পুঙ্খানুপুঙ্খ তদন্ত করতে এবং সহিংসতার জন্য দায়ীদের জবাবদিহি করতে কর্তৃপক্ষকে উৎসাহিত করছে। তিনি বলেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচন করা ভোটার, রাজনৈতিক দল, সরকার, নিরাপত্তা বাহিনী, সুশীল সমাজ ও গণমাধ্যম প্রত্যেকের দায়িত্ব।
মুখপাত্র বলেন, কূটনীতিকরা বিভিন্ন ধরনের মানুষের সাথে কথা বলেন। যেমন- সুশীল সমাজ ও সংগঠন, গণমাধ্যম ব্যক্তিত্ব, ব্যবসায়ী নেতা, সাংস্কৃতিক কর্মী, শিক্ষাবিদ এবং অন্যান্য অনেক ধরনের সংস্থা ও ব্যক্তি। তিনি বলেন, ‘কূটনীতিকরা তাদের দৈনন্দিন কাজের অংশ হিসেবেই তা করেন এবং আমরা তা চালিয়ে যাব।’

বিপি।এসএম

You may also like

Leave a Comment

আমাদের সম্পর্কে

যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত বৃহত্তম বাংলা অনলাইন সংবাদপত্র

Feature Posts

Newsletter