Home বাংলাদেশসিলেট সুনামগঞ্জে বিএনপি’র ১০ নেতা গ্রেফতার

সুনামগঞ্জে বিএনপি’র ১০ নেতা গ্রেফতার

by বাংলাপ্রেস ডেস্ক
A+A-
Reset

সাইফ উল্লাহ, সুনামগঞ্জ প্রতিনিধি: বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে অবরোধ কর্মসূচি শুরুর সময় বিএনপির কার্যালয় থেকে সুনামগঞ্জে জেলা যুবদলের সভাপতি ও সুনামগঞ্জ জেলা বিএনপির সহ সভাপতি আবুল মনসুর মো. শওকত সহ ১০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (৩১ অক্টোবর) সকাল সাড়ে নয়টার দিকে অবরোধ পুরাতন বাসস্টেশনের দলীয় কার্যালয় থেকে তাদের গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তারকৃত হলেন, জেলা যুবদলের সভাপতি ও জেলা বিএনপির সহসভাপতি আবুল মনসুর মো. শওকত, জেলা বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক রাখাব উদ্দিন, সাবেক ছাত্রদল নেতা ইকবাল হোসেন, শামছুল হক, যুবদল নেতা তৌহিদ চৌধুরী, জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক ইজাজুল হক চৌধুরী নাছিম, তাহিরপুর উপজেলা যুবদল নেতা সাকিব মুন খোকন, তাহিরপুর উপজেলা ছাত্রদলের আহবায়ক আবুল হাসান, বিশ্বম্ভরপুর উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক নজরুল ইসলাম ও বিএনপি নেতা হেনু মিয়া।

সুনামগঞ্জ সদর থানার ওসি ইখিতিয়ার উদ্দিন চৌধুরী জানান, নাশকতার পরিকল্পনা করার সময় পুলিশ তাদেরকে গ্রেপ্তার করেছে। এরা সকলেই সোমবার সকালে পুলিশের দায়ের করা নাশকতার মামলার আসামী।

সুনামগঞ্জ জেলা বিএনপির সভাপতি, সাবেক সংসদ সদস্য কলিম উদ্দিন মিলন বলেছেন, দলীয় কার্যালয়ের সামনে শান্তিপূর্ণভাবে অবস্থানের সময় পুলিশ বিএনপির ১০ গুরুত্বপূর্ণ নেতাকে গ্রেপ্তার করেছে। পুলিশের অন্যায় আচরণ সহ্যের সীমা অতিক্রম করেছে।

বিপি>আর এল

You may also like

Leave a Comment

কানেকটিকাট, যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত বৃহত্তম বাংলা অনলাইন সংবাদপত্র

ফোন: +১-৮৬০-৯৭০-৭৫৭৫   ইমেইল: bpressusa@gmail.com
স্বত্ব © ২০১৫-২০২৩ বাংলা প্রেস | সম্পাদক ও প্রকাশক: ছাবেদ সাথী