নিজস্ব প্রতিবেদক: নিউ ইয়র্কের অন্যতম বৃহত্তম সংগঠন সন্দ্বীপ সোসাইটির নির্বাচনে ফিরোজ-আলমগীর পরিষদ পূর্ণ-প্যানেলে জয়লাভ করেছে। গত রবিবার (২৯ অক্টোবর) অনুষ্ঠিত নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন ফিরোজ আহমেদ এবং সাধারন সম্পাদক নির্বাচিত হয়েছেন মোহাম্মদ হোসাইন আলমগীর।
এবারের নির্বাচনে দু’টি প্যানেলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই অনুষ্ঠিত হয়। সভাপতি পদে বিজয়ী ফিরোজ আহমেদ পেয়েছেন ১৭৮১ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দ্বি এখলাক হোসেন ফয়সল পেয়েছেন ১৪২৬ ভোট, সাধারণ সম্পাদক পদে বিজয়ী মোহাম্মদ হোসাইন আলমগীর পেয়েছেন ১৭৪০ ভোট এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বি মোঃ আমজাদ হোসেন পেয়েছেন ১৪৫০ ভোট।
রবিবার অত্যন্ত উৎসবমুখর এই নির্বাচনে সারাদিন বৃষ্টিভেজা থাকলেও ভোটারদের মধ্যে উৎসবের কোন কমতি ছিল না। সারাদিন বৃষ্টির মধ্যেও ৩ হাজার ২ শত ৭৩ ভোটার তাদের ভোট প্রদান করেন। এবারের নির্বাচনে ফিরোজ-আলমগীর পরিষদের নির্বাচনী প্রচারের কৌশল ছিল চোখে পড়ার মত। তারা নতুন ধারা সৃষ্টি ও পরিবর্তনের ম্যাসেজ নিয়ে মাঠে নেমেছিল। তার প্রতিফলন ঘটেছে ভোটের ফলাফলে। ফলাফল ঘোষনার অনুষ্ঠানে নব নির্বাচিত সভাপতি ফিরোজ আহমেদ শুরুতেই সুষ্ঠু ও অবাধ নির্বাচন অনুষ্ঠানের জন্য নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানান। তিনি সকল ভোটার ফিরোজ-আলমগীর পরিষদের নির্বাচন পরিচালনা কমিটি, সকল নির্বাচনী এজেন্ট সহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
অন্যান্য পদে বিজয়ীরা হলেন সিনিয়র সহ সভাপতি মনজুর কাদের সোহাগ (১৭৪২ ভোট), তার নিকটতম প্রতিদ্বন্দ্বি এম, ইসলাম সাহাব উদ্দিন (১৪১৫ ভোট)। সহ সভাপতি: ৩ জন (১) আব্দুস সালাম লাবু (১৯৩২ ভোট), (২) আবদুল মান্নান (১৭৬২ ভোট), (৩) মোঃ আলমগীর হোসাইন (১৭৪৮ ভোট। সহ-সভাপতি নিকটতম প্রতিদ্বন্দ্বি: (১) মেজবা উদ্দিন মনির (১৪০১ ভোট), (২)কমিউল আলম (১৩৬১ ভোট), (৩) মোঃ ফেরদৌসুল হক (১১৭৩ ভোট। যুগ্ম সাধারন সম্পাদক নির্বাচিত: ইঞ্জিনিয়ার নাসির উদ্দিন (১৭৮৭ ভোট), নিকটতম প্রতিদ্বন্দ্বি মোঃ হোসেন (১৩১৩ ভোট)। সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন (১৬৮৯ ভোট), নিকটতম প্রতিদ্বন্দ্বি কাওছার সর্দার (১৪৩৪ ভোট)। সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ আলাউদ্দিন ফারুক (১৬৯৯ ভোট), নিকটতম প্রতিদ্বন্দ্বি সাফায়েত হোসেন (১৩৮৬ ভোট)। ট্রেজারার মোহাম্মদ আনোয়ারুল ইসলাম (১৭৬৮ ভোট), নিকটতম প্রতিদ্বন্দ্বি রিদওয়ানুল বারী (১৩৪৭ ভোট)। সহ ট্রেজারার: মোঃ সোহেল (১৮০৭ ভোট), নিকটতম প্রতিদ্বন্দ্বি দেলোয়ার হোসেন মাকসুদ (১২৭১ ভোট)। সমাজ কল্যাণ সম্পাদক নাজিম উদ্দিন সুজন (১৮৬০ ভোট), নিকটতম প্রতিদ্বন্দ্বি পাশা মাওলা (১২২৫ ভোট)। ক্রীড়া সম্পাদক নামি উদ্দিন (১৭১৪ ভোট), নিকটতম প্রতিদ্বন্দ্বি মোঃ মনির উদ্দিন (১৩৬৫ ভোট)। শিক্ষা সম্পাদক ফরহাদ হোসেন (১৭৩৩ ভোট), নিকটতম প্রতিদ্বন্দ্বি মোঃ জামসেদ উদ্দিন (১৩৬১ ভোট)। ট্রেনিং ও জসব বিষয়ক সম্পাদক মোঃ আরিফ (১৭৪০ ভোট), নিকটতম প্রতিদ্বন্দ্বি মেরাজুল আমিন (১৩৪৯ ভোট)। প্রচার সম্পাদক ইমরুল হাসান আরফান (১৭৪৯ ভোট), নিকটতম প্রতিদ্বন্দ্বি এম.এ আজাদ সেলিম (১৩৭০ ভোট)। দপ্তর সম্পাদক আজমীর হোসাইন (১৬৬৮ ভোট), নিকটতম প্রতিদ্বন্দ্বি আবদুল করীম ভুট্টু (১৪৪০ ভোট)। মুলধারা সম্পাদক এম. আরিফুজ্জামান (১৭৩৮ ভোট), নিকটতম প্রতিদ্বন্দ্বি সাইন উদ্দিন দিদার (১৩৬৮ ভোট) এবং ইনফরমেশন সেক্রেটারী রেহান উদ্দিন সোহেল (১৭৯২ ভোট), নিকটতম প্রতিদ্বন্দ্বি কাজী আলতাফ হোসেন ফয়সল (১২৯৮ ভোট)।
বিপি।এসএম