১৯
বাংলাপ্রেস ডেস্ক: রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররম এলাকায় একটি বাসে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। রবিবার (২৯ অক্টোবর) সকালে ‘শিকড় পরিবহন’ নামে একটি বাসে আগুন দেয় তারা। তবে এ ঘটনায় হতাহতের খবর পাওয়া যায়নি।
রবিবার (২৯ অক্টোবর) সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটেছে। এই আগুন কারা দিয়েছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।
একজন প্রত্যক্ষদর্শী জানান, বাসটি চলমান অবস্থায় আগুন জ্বলতে শুরু করে। গাড়িতে কোনও যাত্রী ছিল না। কাউকে নামতেও দেখিনি। হঠাৎ করেই অগ্নিসংযোগ করা হয়।
অগ্নিসংযোগের প্রাথমিক পর্যায়ে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভাতে সক্ষম হয়েছে। তবে বাসটির বেশিরভাগ অংশই ক্ষতিগ্রস্ত হয়েছে।
বিপি/কেজে