Home বাংলাদেশ ২৮ অক্টোবর ঘিরে প্রশাসনকে বিশেষ নির্দেশনা

২৮ অক্টোবর ঘিরে প্রশাসনকে বিশেষ নির্দেশনা

by বাংলাপ্রেস ডেস্ক

বাংলাপ্রেস ডেস্ক: আগামী ২৮ অক্টোবর মহাসমাবেশের ডাক দিয়েছে বিএনপি। তাই ওই দিন জনগণের জীবনযাত্রা স্বাভাবিক রাখতে ও নিরাপত্তা বজায় রাখতে সারা দেশের ডিসিদেরসহ মাঠ প্রশাসনকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

সোমবার (২৩ অক্টোবর) সচিবালয়ে মন্ত্রিপরিষদ সভাকক্ষে সাংবাদিকদের এমন তথ্য জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন।

আগামী ২৮ অক্টোবর মহাসমাবেশের ডাক দিয়েছে বিএনপি। ওইদিন ঘিরে কোনো নির্দেশনা আছে কিনা সাংবাদিকরা জানতে চাইলে সচিব বলেন, আমাদের তরফ থেকে আইনশৃঙ্খলা পরিস্থিতি যেন স্বাভাবিক থাকে, জনজীবন যেন ব্যাহত না হয় সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা দিয়েছি।

কাদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে- এমন প্রশ্নে তিনি বলেন, ডিসিসহ মাঠ প্রশাসনকে এই নির্দেশনা দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, নির্বাচনকালীন সরকার কাঠামো বা ২৮ অক্টোবর নিয়ে মন্ত্রিসভা বৈঠকে কোনো নির্দেশনা দেওয়া হয়নি। সভায় ১০ বিষয় নিয়ে আলোচনা করা হয়।

বিপি/কেজে

You may also like

Leave a Comment

আমাদের সম্পর্কে

যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত বৃহত্তম বাংলা অনলাইন সংবাদপত্র

Feature Posts

Newsletter