Home বাংলাদেশখুলনা শার্শায় ভিন্ন আয়োজনে পালিত হলো শহীদ শেখ রাসেলের জন্মদিন

শার্শায় ভিন্ন আয়োজনে পালিত হলো শহীদ শেখ রাসেলের জন্মদিন

by বাংলাপ্রেস ডেস্ক

রাজু রহমান, যশোর থেকে : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শহীদ শেখ রাসেলের ৬০ তম জন্মদিন উপলক্ষে ভিন্ন রকম এক স্মরণ সভার আয়োজন করে শাশা উপজেলা রাসেল স্মৃতি সংসদ।

বুধবার বিকালে শার্শা বাজার কমিউনিটি ক্লিনিক মাঠ প্রাঙ্গনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। শার্শা উপজেলা রাসেল স্মৃতি সংসদ এর সভাপতি মিজানুর রহমানের সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের যশোর জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক ও বেনাপোল পৌরসভার সাবেক মেয়র আশরাফুল আলম লিটন।৷ শহীদ শেখ রাসেলের ৬০ তম জন্মদিন উপলক্ষে সাবেক মেয়র আশরাফুল আলম লিটন শার্শা উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে ৬০ জন শিশু রাসেলকে একত্রিত করেন। এসময় তাদের হাতে রাসেল সম্বলিত ফেস্টুন ও রাসেলের ব্যবহৃত প্রিয় বাইসাইকেল তুলে দেন তিনি। পরে রাসেলের স্মৃতি স্মরণে জন্মদিনের কেক কাটার মধ্যে দিয়ে অনুষ্ঠান শেষ করেন।

এসময় শার্শা উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও মহিলা আওয়ামীলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।এ ছাড়াও শার্শার প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান,সরকারী বে- সরকারী প্রতিষ্ঠান,বিভিন্ন সামাজিক সংগঠনে দিবসটি যথাযথ মর্যাদা ও জাকজমকপূর্ণভাবে পালিত হয়েছে ।

বিপি>আর এল

You may also like

Leave a Comment

আমাদের সম্পর্কে

যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত বৃহত্তম বাংলা অনলাইন সংবাদপত্র

Feature Posts

Newsletter