Home বিনোদন বোস্টনে শ্রীকান্ত-শুভমিতার সঙ্গীতানুষ্ঠান শনিবার

বোস্টনে শ্রীকান্ত-শুভমিতার সঙ্গীতানুষ্ঠান শনিবার

by bnbanglapress

নিজস্ব প্রতিবেদক: যুক্তরাষ্ট্রের ম্যসাচুসেটস অঙ্গরাজ্যের বোস্টনে আগামী শনিবার (১৪ অক্টোবর) অনুষ্ঠিত হবে ভারতীয় আধুনিক গানের শিল্পী, গীতিকার এবং সঙ্গীত পরিচালক শ্রীকান্ত আচার্য্য ও আধুনিক বাংলা গান ও ধ্রুপদী সঙ্গীতের জনপ্রিয় শিল্পী শুভমিতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গীতানুষ্ঠান। স্থানীয় লিটলটন হাই স্কুলের মিলনায়তনে অনুষ্ঠিতব্য উক্ত সঙ্গীতানুষ্ঠানের আয়োজক নিউ ইংল্যান্ড বাংলাদেশি আমেরিকান ফাউন্ডেশন (নিবাফ)।
এর আগে ২০১৪ সালে নিবাফের অনুষ্ঠানে গান গেয়ে গেয়েছিলেন শ্রীকান্ত আচার্য্য। এবারের নিবাফের সঙ্গীতানুষ্ঠানে গান গাইতে ইতোমধ্যে বোস্টনে এসে পৌঁছেছেন শ্রীকান্ত ও শুভমিতা। শ্রীকান্তের সঙ্গে রয়েছেন তার স্থীসহ আরও ৫ জনের যন্ত্রসঙ্গীত দল। গত ১০ অক্টোবর মঙ্গলবার নিবাফ-এর চেয়ারপার্সন নাহিদ সিতারার জন্ম দিন উপলক্ষে স্থানীয় পাঞ্জাবি গ্রিল রেস্টুরেন্টের অনুষ্ঠানে দলসহ অংশ নেন তিনি। এ সময় জন্মদিনের কেক কাটেন নাহিদ সিতারা।
শনিবার লিটলটন হাই স্কুলের মিলনায়তনে ৫০ ও ১০০ ডলারের দর্শনীর বিনিময়ে উপভোগ করা যাবে শ্রীকান্ত ও শুভমিতার সঙ্গীতানুষ্ঠান দু’টি। দীর্ঘ ১৪ বছর পর বোস্টনে অনুষ্ঠিতব্য অনুষ্ঠানে আসার জন্য প্রবাসীদের আমন্ত্রণ জানিয়েছেন নিবাফ কর্মকর্তারা।

বিপি।এসএম

You may also like

Leave a Comment

আমাদের সম্পর্কে

যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত বৃহত্তম বাংলা অনলাইন সংবাদপত্র

Feature Posts

Newsletter