Home আন্তর্জাতিক যুক্তরাষ্ট্রের পথে পথে উড়ছে ফিলিস্তিনি পতাকা

যুক্তরাষ্ট্রের পথে পথে উড়ছে ফিলিস্তিনি পতাকা

by bnbanglapress

নিজস্ব প্রতিবেদক: ওপর হামলা চালাতে ইসরায়েলকে সামরিক সহায়তার ঘোষনায় ক্ষোভে ফুঁসে ওঠে যুক্তরাষ্ট্রে বসবাসরত ফিলিস্তিনিরা। প্রতিবাদ জানাতে প্রিয় মাতৃভূমির পতাকা বুকে জড়িয়ে রাস্তায় বেরিয়ে পড়েছে শত শত ফিলিস্তিনি।
যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে শুধু স্লোগানই নয়, তারা জানিয়েছে অভিনব প্রতিবাদ। যুক্তরাষ্ট্রের বিভিন্ন সড়কে উড়িয়ে দিয়েছে ফিলিস্তিনের পতাকা। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ছবিতে দেখা যায়, বিক্ষোভ মিছিলের একপর্যায়ে মার্কিন পতাকার পাশে টাঙিয়ে দেওয়া হচ্ছে ফিলিস্তিনের পতাকা।
হোয়াইট হাউস, নিউ ইয়র্কের টাইমস স্কয়ারসহ দেশটির গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থানে প্রতিবাদ মিছিল বের করে শত শত ফিলিস্তিনি। প্ল্যাকার্ড আর স্লোগানে মুখরিত ছিল এসব সড়ক।
ইসরায়েলকে জঙ্গিবিমান আর যুদ্ধজাহাজ দেওয়ায় ধিক্কার জানান বিক্ষোভকারীরা। বলেন, প্রতিরোধ গড়া কোনোভাবেই সন্ত্রাসী কার্যক্রম নয়। তাই যুক্তরাষ্ট্র নিরীহ ফিলিস্তিনিদের মারতে যেভাবে অস্ত্র সহায়তা দিচ্ছে, তা কোনোভাবেই মেনে নেওয়ার মতো নয়। এ সময় নেতানিয়াহু সরকারকে তহবিল পাঠানোর বন্ধের আহ্বান তারা।
ইসরায়েলের প্রতি হামাসের হামলার সমর্থনে ৮ অক্টোবর রোববার হোয়াইট হাউসের সামনে জড়ো হন ফিলিস্তিনিরা। তারা বলেন, নিজেদের অধিকার আদায়ের লক্ষ্যে দিনের পর দিন লড়াই করে যাচ্ছে গাজাবাসী।
এদিন ইসরায়েলকে সমর্থন জানাতে পাল্টা মিছিল বের করেন আমেরিকায় বসবাসকারী ইসরায়েলিরা। বিশেষ করে তাদের সরকারের পাশে থাকার জন্য বাইডেন প্রশাসনকে ধন্যবাদ জানান। একই জায়গায় ইসরায়েল ফিলিস্তিনি বিক্ষোভ ডাকায় চির বৈরী দুই দেশের বাসিন্দাদের মধ্যে হাতাহাতি পর্যন্ত হয়েছে।
শনিবার হঠাৎই ইসরায়েলকে লক্ষ্য করে মুহুর্মুহু হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। তাদের দাবি, দশকের পর দশক ধরে তাদের ওপর নির্যাতনের প্রতিবাদে এমন হামলা চালানো হচ্ছে।
আমেরিকার ধারণা, ইসরায়েল ও সৌদি আরবের মধ্যকার চলমান শান্তি আলোচনা বিঘ্নিত করতে এই হামলা চালাতে পারে হামাস। আমেরিকার এমন ঘোষণাকে ফিলিস্তিনিদের বিরুদ্ধে আগ্রাসন বলে আখ্যা দেয় হামাস। এক বিবৃতিতে তারা জানায়, আমেরিকার এই ঘোষণা প্রমাণ করে, তারা দখলদারদের সমর্থনে নিজেদের অবস্থান পরিষ্কার করে ফিলিস্তিনিদের বিপক্ষে অবস্থান নিয়েছে।

বিপি।এসএম

You may also like

Leave a Comment

আমাদের সম্পর্কে

যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত বৃহত্তম বাংলা অনলাইন সংবাদপত্র

Feature Posts

Newsletter