Home রাজনীতিবিএনপি প্রধানমন্ত্রী সকল আইন নিয়ন্ত্রণ করেন : মির্জা ফখরুল

প্রধানমন্ত্রী সকল আইন নিয়ন্ত্রণ করেন : মির্জা ফখরুল

by বাংলাপ্রেস ডেস্ক


বাংলাপ্রেস ঢাকা: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন-খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে বক্তব্য দিয়েছেন তা অশালীন। শর্ত সাপেক্ষে তিনি বিদেশে যাবেন না তিনি (খালেদা জিয়া) । প্রধানমন্ত্রী সকল আইন নিয়ন্ত্রণ করেন।

মির্জা ফখরুল আরো বলেন, সরকার দেশনেত্রী উন্নত চিকিৎসার করতে দিচ্ছে না। আমরা গণতন্ত্র থেকে উপায় বের করে নিয়মতান্ত্রিকভাবে আমাদের আন্দোলন চালিয়ে যাব।
জনগণের আন্দোলনে এই সরকারের পতন ঘটবে। তখন বেগম খালেদা জিয়ার চিকিৎসা নিশ্চিত হবে।

আজ মঙ্গলবার (৩ অক্টোবর) বিকেলে গুলশানে রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। মির্জা ফখরুল বলেন, প্রধানমন্ত্রীর বক্তব্য অশালীন ও কুরুচিপূর্ণ বক্তব্য।

এটা কল্পনার বাইরে। তার বক্তব্যে রাজনৈতিক প্রতিহিংসা ব্যক্তিগত প্রতিহিংসা ফুটে উঠেছে। এগুলো নিয়ে নিন্দা জানানোর ভাষা আমাদের জানা নেই।

বিপি>আর এল

You may also like

Leave a Comment

আমাদের সম্পর্কে

যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত বৃহত্তম বাংলা অনলাইন সংবাদপত্র

Feature Posts

Newsletter