Home বাংলাদেশখুলনা শার্শায় চোরাইকৃত মাছ সহ গ্রেপ্তার ২ জন

শার্শায় চোরাইকৃত মাছ সহ গ্রেপ্তার ২ জন

by বাংলাপ্রেস ডেস্ক

রাজু রহমান,যশোর জেলা প্রতিনিধি: যশোরের শার্শায় মাছের আড়ৎতে চুরি করা মাছ বিক্রয় করার সময় দুইজন ব‍্যক্তিকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (৩ অক্টোবর) সকাল ৯ টার সময় তাদেরকে আটক করা হয়। আটককৃত দুই ব্যক্তির পরিচয় পুলিশের পক্ষ থেকে পাওয়া যায়নি।

জানা গেছে, মঙ্গলবার সকালে শার্শার বাগআঁচড়া বাজারে আমিনিয়া ফিস নামক মাছের আড়ৎতে চুরি করা মাছ বিক্রয় করার সময় জনতার হাতে ধরা পড়ে। পরে স্থানীয় ব্যবসায়ীরা পুলিশকে খবর দিলে পুলিশ এসে ঐ দুইজনকে আটক করে বাগআঁচড়া পুলিশ ক্যাম্পে নিয়ে যায়।

আমিনিয়া ফিস এর মালিক আলহাজ্ব মোহাম্মদ আলী মোল্লা জানান, দশ (১০) কেজি রুই মাছ ১৮৫ টাকা দরে মোট ১ হাজার ৮ শত ৫০ টাকা বিক্রি করা হয়েছিল। পরে পুলিশ এসে মাছ বিক্রয়কৃত টাকা, বিক্রয় রশীদ, অবিক্রয়কৃত আরো ৯ পিচ বড় কাতলা মাছ আনুমানিক ওজন ৩৫ কেজি মাছ’সহ তাদেরকে আটক করে নিয়ে যায়।

আটককৃত ব‍্যক্তিরা দীর্ঘদিন ধরে বিভিন্ন জায়গা থেকে মাছ চুরি করে এনে বাগআঁচড়া বাজারে বিক্রয় করে স্থানীয়রা তাদের বিরুদ্ধে এমন অভিযোগ এনেছেএদিকে শার্শার বাগআঁচড়া মাছ বাজারে চুরি করা মাছ বিক্রয় করার সময় দুই চোরকে আটক করা হয়েছে, এমন খবর এলাকায় ছড়িয়ে পড়লে, সাধারণ ঘের ব্যবসায়ীরা চোরের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। ঘের মালিকদের দাবি, বিভিন্ন সময় রাতের আঁধারে তাদের ঘের থেকে মাছ চুরি হয়ে যাচ্ছে।

এবিষয়ে শার্শার বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ কাজী শহিদুল ইসলাম জানান, জব্দকৃত মাছ ও দুই চোরকে থানায় সোপর্দ করা হয়েছে। আসামীর পরিচয় জানতে চাইলে তিনি এসআই আলহাজ্ব এর কাছ থেকে নিতে বলেন। পরে এসআই আলহাজ্ব এর মোবাইল নাম্বারে একাধিকবার ফোন দিলেও তিনি ফোন রিসিভ করেননি। এ কারণে আটককৃত আসামিদের পরিচয় জানা সম্ভব হয়নি।

বিপি/কেজে

You may also like

Leave a Comment

আমাদের সম্পর্কে

যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত বৃহত্তম বাংলা অনলাইন সংবাদপত্র

Feature Posts

Newsletter