Home জীবনযাপন ভোগান্তিতে রোগীরা ৩য় দিনের মতো ইন্টার্ন নার্সদের কর্মবিরতি

ভোগান্তিতে রোগীরা ৩য় দিনের মতো ইন্টার্ন নার্সদের কর্মবিরতি

by বাংলাপ্রেস ডেস্ক
A+A-
Reset


আতিকুর রহমান, ঝিনাইদহ প্রতিনিধিঃ ইন্টার্ন ভাতা দাবিতে ঝিনাইদহে ৩য় দিনের মতো কর্মবিরতি পালন করছেন ডিপ্লোমা ইন্টার্ন নার্স ও মিডওয়াফাইরা। মঙ্গলবার সকাল ১০টা থেকে সদর হাসপাতালের সামনে এই কর্মবিরতি পালন করছেন তারা।

এসময় তারা প্লেকার্ড হাতে নিয়ে তাদের দাবি আদায়ের বিভিন্ন শ্লোগান দেন। এতে নেয় অংশ নেয় শতাধিক ইন্টার্ন নার্স ও ও মিডওয়াইফরা। শিক্ষার্থীরা জানান, এমবিবিএস, বিএসসি নার্সসহ সব ইন্টার্নি শিক্ষার্থীদের ইন্টার্নশিপ চলাকালে ভাতার ব্যবস্থা রয়েছে।

ডিপ্লোমা নার্সিং ও মিডওয়াইফদের ইন্টার্নশিপ চালুকালে ভাতার কথাও বলা হয়। কিন্তু গত দুই বছর ধরে আমরা দিনভর অক্লান্ত শ্রম দিয়ে নিয়মিত কাজ করেও কোনো বেতন ভাতা পাচ্ছি না। তাই বেতন ভাতার বিষয়টি সুরাহা না হওয়া পর্যন্ত কর্মবিরতি অব্যাহত থাকবে।

এদিকে টানা ৩য় দিনের মত কর্মবিরতি পালন করায় হাসপাতালে ভর্তি হওয়া রোগীরা সব ধরনের সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। ভোগান্তিতে পড়েছে রোগী ও তাদের স্বজনরা।

বিপি>আর এল

You may also like

Leave a Comment

কানেকটিকাট, যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত বৃহত্তম বাংলা অনলাইন সংবাদপত্র

ফোন: +১-৮৬০-৯৭০-৭৫৭৫   ইমেইল: bpressusa@gmail.com
স্বত্ব © ২০১৫-২০২৩ বাংলা প্রেস | সম্পাদক ও প্রকাশক: ছাবেদ সাথী