Home আন্তর্জাতিক শেষ মুহূর্তে বিল পাস করে শাটডাউন ঠেকাল যুক্তরাষ্ট্র

শেষ মুহূর্তে বিল পাস করে শাটডাউন ঠেকাল যুক্তরাষ্ট্র

by bnbanglapress

নিজস্ব প্রতিবেদক: শেষ মুহূর্তে বিল পাস করে শাটডাউন ঠেকাল যুক্তরাষ্ট্র। একটি স্বল্পমেয়াদী তহবিল চুক্তিতে সম্মত হওয়ার মাধ্যমে শাটডাউন এড়ায় দেশটি। এছাড়াও শাটডাউন এড়াতে দ্বিদলীয় বিল পাস করেছে মার্কিন প্রতিনিধি পরিষদ। এটি পাস না হলে স্থানীয় সময় শনিবারের পর যুক্তরাষ্ট্রের সরকারি প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম বন্ধ হয়ে যেত, যা মূলত শাটডাউন হিসেবে পরিচিত।
শাটডাউন হওয়ার কয়েক ঘণ্টা আগে মার্কিন প্রতিনিধি পরিষদ একটি স্বল্পমেয়াদী তহবিল চুক্তিতে সম্মত হয়েছে। এই বিলের মাধ্যমে আগামী নভেম্বরের মাঝামাঝি পর্যন্ত সরকারকে অর্থায়ন করা যাবে। কিন্তু এই বিলে ইউক্রেনের জন্য কোনো নতুন সহায়তা অন্তর্ভুক্ত নেই।
প্রতিনিধি পরিষদে ৩৩৫-৯১ ভোটে এটি অনুমোদিত হয়। মূলত বিরোধী রিপাবলিকানদের চেয়ে ডেমোক্র্যাট সদস্যরা এটিকে বেশি সমর্থন করেছেন। বিবিসি বলছে, প্রতিনিধি পরিষদে অনুমোদিত এ বিলটি এখন কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটের চেম্বারেও অনুমোদিত হতে হবে। তবে এটি সেখানে সহজেই পাস হবে বলে আশা করা হচ্ছে। আর এরপর এটিতে স্বাক্ষর করে একবার আইনে পরিণত করলে তা মার্কিন সরকারের ফেডারেল পরিষেবাগুলোতে সম্ভাব্য ব্যাঘাত এড়াতে সহায়তা করবে।
এদিকে ক্ষমতাসীন ডেমোক্র্যাটরা শাটডাউন এড়ানোকে জয় বলে অভিহিত করেছেন।
বার্তাসংস্থা রয়টার্স বলছে, প্রায় ২০৯ জন ডেমোক্র্যাট বিলটিকে সমর্থন করেছেন। অন্যদিকে বিলটি সমর্থনকারী রিপাবলিকানদের সংখ্যা ১২৬ জন।
পরে ডেমোক্র্যাটরা শাটডাউন এড়ানোর এ ফলাফলকে জয় বলে বর্ণনা করেন। অবশ্য বিল পাস হওয়ায় নিজের দলের কট্টরপন্থীদের কাছ থেকে চাপের মুখে পড়েছেন রিপাবলিকান হাউস সংখ্যাগরিষ্ঠ নেতা কেভিন ম্যাককার্থি।

বিপি।এসএম

You may also like

Leave a Comment

আমাদের সম্পর্কে

যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত বৃহত্তম বাংলা অনলাইন সংবাদপত্র

Feature Posts

Newsletter