Home বাংলাদেশচট্টগ্রাম কোম্পানীগঞ্জে শেখ হাসিনার ৭৭ তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা

কোম্পানীগঞ্জে শেখ হাসিনার ৭৭ তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা

by বাংলাপ্রেস ডেস্ক

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর কোম্পানীগঞ্জে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৯ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে এ আলোচনা সভাও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামী লীগ এ কর্মসূচির আয়োজন করে।

উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবদুল কাদের মির্জার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তৃতা করেন, কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সদস্য ফখরুল ইসলাম রাহাত, কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি নিজাম উদ্দিন মুন্না প্রমূখ।

আলোচনা সভায় বক্তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভূয়সী প্রশংসা করে বলেন, শেখ হাসিনার নেতৃত্বে বিশ্ব দরবারে বাংলাদেশ আজ মাথা উঁচু করে দাঁড়িয়েছে। বর্তমান বিশ্বে বাংলাদেশের গুরুত্ব ও মর্যাদা অনেক বাড়িয়ে তুলেছেন প্রধানমন্ত্রী । এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

বিপি/কেজে

You may also like

Leave a Comment

আমাদের সম্পর্কে

যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত বৃহত্তম বাংলা অনলাইন সংবাদপত্র

Feature Posts

Newsletter