Home বাংলাদেশ এবার ঢাকার দূষণ নিয়েও কথা বললেন মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস

এবার ঢাকার দূষণ নিয়েও কথা বললেন মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস

by বাংলাপ্রেস ডেস্ক

বাংলাপ্রেস ঢাকা: মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস বলেছেন, ঢাকার বায়ুদুষণ রোধে স্থানীয়, আঞ্চলিক এবং আন্তর্জাতিক উদ্যোগ প্রয়োজন। শুধু জনস্বাস্থ্যের জন্যই নয়, ঢাকার বাসযোগ্যতা বাড়াতেই বায়ুদুষণ রোধ করতে হবে বলে মনে করেন তিনি।

বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) ঢাকার মার্কিন দূতাবাস এবং সামাজিক উদ্যোগ জেনল্যাব যৌথভাবে রাজধানীর একটি হোটেলে ক্লাইমেট কনক্লেইভের আয়োজন করে। সেখানে তিনি জানান-পরিবেশ দুষণ রোধে কাজ করতে তার দেশ বদ্ধ পরিকর।

ক্লাইমেট কনক্লেইভে বাংলাদেশ ছাড়াও ভারত, নেপাল, শ্রীলঙ্কা ও ভুটানের অর্ধশতাধিক পরিবেশ কর্মী অংশ নেন এতে। বৃহস্পতিবার সমাপনী অধিবেশনে অংশ নিয়ে মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস বলেন, টেকসই পৃথিবী গড়তে তরুণ পরিবেশ কর্মীদের ভূমিকা গুরুত্বপূর্ণ। এসময় ঢাকার বায়ুদুষণ নিয়েও কথা বলেন তিনি।

পরিবেশ পরিবর্তনজনিত প্রভাব মোকাবেলায় যুক্তরাষ্ট্র সরকারের নেয়া নানা পদক্ষেপের কথাও তুলে ধরেন পিটার হাস। কোন দেশই এককভাবে পরিবেশগত সমস্যা সমাধান করতে সক্ষম নয় জানিয়ে সবাইকে সক্রিয় হবার আহ্বান জানান তিনি।

বিপি>আর এল

You may also like

Leave a Comment

আমাদের সম্পর্কে

যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত বৃহত্তম বাংলা অনলাইন সংবাদপত্র

Feature Posts

Newsletter