Home বাংলাদেশঢাকা গৌরীপুরে মিনিবার ফাইনাল ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

গৌরীপুরে মিনিবার ফাইনাল ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

by বাংলাপ্রেস ডেস্ক
A+A-
Reset

দিলীপ কুমার দাস, ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহের গৌরীপুরে শুক্রবার ( ২১ আগষ্ট ) টেংগাপাড়া যুব স্পটিং ক্লাব কর্তৃক আয়োজিত মিনিবার ফাইনাল ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার ( ২১ আগষ্ট ) বিকেল ৪ টায় ট্যাঙ্গাপাড়া খেলার মাঠে অনুষ্ঠিত ফুটবল খেলায় অংশগ্রহণ করে টেংগাপাড়া তরুণ ফুটন্ত গোলাপ বনাম কাছিমপুর স্টুডেন্ট ক্লাব। উভয় দলের হাড্ডা হাড্ডি হাড্ডি খেলায় শেষ পর্যন্ত ড্র হওয়ায় তাদের মাঝে ট্রাইবেগারে চ্যাম্পিয়ন হয়ে টেংগাপাড়া তরুণ ফুটন্ত গোলাপ পুরষ্কার জিতে এবং রানার্স আপ হিসেবে পুরষ্কার গ্রহণ করে কাশিমপুর স্টুডেন্ট ক্লাব।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখছেন পূর্বাঞ্চলের গর্ব বিশিষ্ট চিকিৎসক ও নৌকা প্রতিকে এমপি মনোনয়ন প্রত্যাশী অধ্যাপক ডাঃ মতিউর রহমান। এ সময় আরো উপস্থিত ছিলেন সহনাটি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি রুহিদাস আচার্য্য, সাধারণ সম্পাদক মোসারফ হোসেন সরকার, ৫ নং সহনাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সালাহ উদ্দিন কাদের রুবেল, ঈশ্বরগঞ্জ উপজেলার ৩ সরিষা ইউনিয়নের চেয়ারম্যান একরাম হোসেন, সোহাগী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাদির আহমেদ ভূঁইয়া, গৌরীপুর আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সদস্য সচিব উছমান গণি, সহনাটি ইউনিয়ন আওয়ামীলীগের সদস্য তাহের উদ্দিন, ৩ নং ওয়ার্ডের মেম্বার জুয়েল মিয়া প্রমুখ।

 

বিপি/কেজে

You may also like

Leave a Comment

কানেকটিকাট, যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত বৃহত্তম বাংলা অনলাইন সংবাদপত্র

ফোন: +১-৮৬০-৯৭০-৭৫৭৫   ইমেইল: bpressusa@gmail.com
স্বত্ব © ২০১৫-২০২৩ বাংলা প্রেস | সম্পাদক ও প্রকাশক: ছাবেদ সাথী