Home প্রবাস জাতিসংঘের সামনে ‘সেপ্টেম্বর লীগ ও দলের পাল্টাপাল্টি সমাবেশকে ঘিরে উত্তেজনা

জাতিসংঘের সামনে ‘সেপ্টেম্বর লীগ ও দলের পাল্টাপাল্টি সমাবেশকে ঘিরে উত্তেজনা

by bnbanglapress
A+A-
Reset

মিনারা হেলেন: নিউ ইয়র্ক প্রতিনিধি: প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুক্রবার (২২ সেপ্টেম্বর) জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৮তম অধিবেশনের ভাষণ দেওয়ার সময় জাতিসংঘ সদর দপ্তরের সামনে যুক্তরাষ্ট্র ‘সেপ্টেম্বর লীগ ও দল’-এর পাল্টাপাল্টি সমাবেশের ঘোষনায় নিউ ইয়র্কের রাজনৈতিক অঙ্গনে চরম উত্তেজনা বিরাজ করছে।

যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্য থেকে আ.লীগ ও বিএনপি’র নেতাকর্মীরা ইতোমধ্যে নিউ ইয়র্ক শহরে এসে সমবেত হয়েছেন। এ দু’টি দলের খোদ নিউ ইয়র্কের অঙ্গসংগঠনসহ অধিকাংশ অঙ্গরাজ্য শাখার নেতাকর্মীদের সারা বছর জূড়ে কোন কর্মকান্ড করেন না। শুধুমাত্র সেপ্টেম্বর মাস এলেই এদেরকে লাফালাফি করতে দেখা যায়। এর ফলে এ দু’টি দলের সিনিয়র নেতাকর্মীরা এদের নাম রেখেছেন ‘সেপ্টেম্বর লীগ (আ.লীগ) ও সেপ্টেম্বর দল (বিএনপি)।

শুক্রবার দুপুরে জাতিসংঘ সামনে যুক্তরাষ্ট্র আওয়ামীগ লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা শান্তি সমাবেশের ডাক দিয়েছে। একই স্থানে বিক্ষোভ সমাবেশের ঘোষনা দিয়েছে যুক্তরাষ্ট্র বিএনপি। ফলে উভয় দল ও অঙ্গসংগঠনের নেতাকর্মিদের মাঝে চরম উত্তেজনা বিরাজ করছে। ঐদিন দুপুর ১টা-বিকেল ৪টার মধ্যে যে কোন সময় প্রধানমন্ত্রী জাতিসংঘ সাধারন অধিবেশনে ভাষণ দেবেন।

বেশ কয়েক বছর ধরে জাতিসংঘ সামনে আ.লীগের শান্তি সমাবেশ ও বিএনপির বিক্ষোভ সমাবেশ থেকে নানা অপ্রীতিকর ঘটনা ঘটেছে। তবে এবারে আরো ভয়াবহ রুপ নেবে বলে আশঙ্কা করা হচ্ছে।

বিএনপির কেন্দ্রীয় নেতাদের নির্দেশে লন্ডন থেকে নিউ ইয়র্কে পৌঁছেছে বিএনপির নেতাকর্মীরা। আ.লীগের শান্তি সমাবেশ ও প্রধানমন্ত্রী জাতিসংঘ সাধারন অধিবেশনে ভাষণ চলাকালে যাতে কোন সন্ত্রাসী কর্মকান্দ ঘটিয়ে দেশের সুনাম বিনষ্ট না হয় সেজন্য বিএনপি নেতাকর্মীদের উদ্দেশ্য যুক্তরাষ্ট্র আওয়ামীগ লীগ কঠিন হুশিয়ারি বার্তা দিয়েছেন।

যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান প্রেস বিজ্ঞপ্তিতে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ, স্টেট/মহানগর আওয়ামী লীগসহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সজাগ ও সতর্ক থাকার আহবান জানিয়েছেন।

তিনি উল্লেখ করেন দন্ডিত তারেক রহমান কিছু সুনির্দিষ্ট কর্মসূচিসহ বিশৃঙ্খলা সৃষ্টির জন্য যুক্তরাজ‍্য বিএনপির সভাপতি আব্দুল মালেককে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে পাঠিয়েছে যখন প্রধানমন্ত্রী জাতিসংঘের ৭৮তম সাধারণ অধিবেশনে অংশগ্রহণের জন্য অবস্থান করছেন।

মালেক যদি দন্ডিত তারেক রহমানের নির্দেশে তার সন্ত্রাসী নেতাকর্মীদের নিয়ে ২২ সেপ্টেম্বর জাতিসংঘের সামনে বা হোটেল ম্যারিয়ট মারকুস এর সামনে সন্ত্রাসী কর্মকান্ডে অবতীর্ণ হয় যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নেতাকর্মীরা এ দেশের আইনের আওতায় কঠোর হস্তে তা প্রতিহত করবে।

তিনি বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনের রেখে দন্ডিত তারেক রহমান যুক্তরাষ্ট্র থেকে নেতাকর্মীদের লন্ডনে ডেকে নিয়ে প্রধানমন্ত্রীর সফরকালে সন্ত্রাসী কর্মকান্ড পরিচালনার নির্দেশনা দিয়েছেন। গত মে মাসের ১ তারিখ বিশে ব্যাংকের সদর দপ্তরের সামনে দেশীয় কায়দায় সন্ত্রাসী কর্মকান্ড লিপ্ত হয়ে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের আয়োজিত শান্তিপূর্ণ সমাবেশের বেশ কয়েক জন অংশগ্রহণকারীকে আহত করে। আইনগত ভাবে বিএনপির সরকারের সমালোচনা বা প্রতিবাদ করার অধিকার আছে। প্রতিবাদের নামে নৈরাজ্য সৃষ্টি করলে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ তা প্রতিহত করবে।

বিপি।এসএম

You may also like

Leave a Comment

কানেকটিকাট, যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত বৃহত্তম বাংলা অনলাইন সংবাদপত্র

ফোন: +১-৮৬০-৯৭০-৭৫৭৫   ইমেইল: bpressusa@gmail.com
স্বত্ব © ২০১৫-২০২৩ বাংলা প্রেস | সম্পাদক ও প্রকাশক: ছাবেদ সাথী