Home বাংলাদেশখুলনা লক্ষ্মীপুর সদরে ভোক্তা অধিকারের অভিযান

লক্ষ্মীপুর সদরে ভোক্তা অধিকারের অভিযান

by বাংলাপ্রেস ডেস্ক

সুলতানা মাসুমা,লক্ষ্মীপুরজেলা প্রতিনিধি: জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের লক্ষ্মীপুর জেলা কার্যালয় কর্তৃক জেলা সদরে অভিযান পরিচালনা করেছে।

বুধবার(২০ সেপ্টেম্বর) বিকেলে জেলা কার্যালয়ের সহকারী পরিচালক (অ,দা) নুর হোসেন এর নেতৃত্বে উক্ত অভিযান চালানো হয়েছে।

অভিযানে ১টি হাসপাতাল ও ৩ ডায়াগনস্টিক সেন্টারকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ প্রসঙ্গে অভিযান পরিচালনাকারী জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নুর হোসেন দৈনিক বঙ্গজননীকে জানান, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মহোদয়ের অর্পিত ক্ষমতাবলে, জেলা প্রশাসক লক্ষ্মীপুর মহোদয়ের নির্দেশনা মোতাবেক এবং সিভিল সার্জন, লক্ষ্মীপুরের পরামর্শ অনুযায়ী আজ সদরের দক্ষিণ তেমুহনী এলাকায় বাজার তদারকি অভিযান পরিচালনা করা হয়েছে।

এসময় নির্ধারিত দামের চেয়ে সেবা মূল্য বেশি রাখার দায়ে সেইফ হসপিটালকে ৫ হাজার টাকা জরিমানা, সেবা মূল্য তালিকা না থাকায় মুন ডায়াগনস্টিক সেন্টারকে ৫ হাজার টাকা জরিমানা, সরকার নির্ধারিত ডেঙ্গু ফি অমান্য করে বেশি দাম রাখার দায়ে আল আরাফাহ ডায়াগনস্টিক সেন্টারকে ৫ হাজার টাকা জরিমানা এবং মেয়াদোত্তীর্ণ রিএজেন্ট পাওয়ায় স্টার কে এস হাসপাতালকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

অভিযানে আরো উপস্থিত ছিলেন সিভিল সার্জন কার্যালয়ের প্রতিনিধি ডা. নাহিদ রায়হান, ড্রাগ সুপার ডালিম চন্দ্র দাস এবং শহর পুলিশ ফাঁড়ির একটি চৌকশ টিম।

এ অভিযান অভ্যাহত থাকবে বলেও তিনি জানান।

বিপি/কেজে

You may also like

Leave a Comment

আমাদের সম্পর্কে

যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত বৃহত্তম বাংলা অনলাইন সংবাদপত্র

Feature Posts

Newsletter