Home রাজনীতি ডেঙ্গু নিয়ন্ত্রণে ২ সিটি করপোরেশন নাটক করছে: জিএম কাদের

ডেঙ্গু নিয়ন্ত্রণে ২ সিটি করপোরেশন নাটক করছে: জিএম কাদের

by বাংলাপ্রেস ডেস্ক

বাংলাপ্রেস ডেস্ক: ঢাকায় ডেঙ্গু নিয়ন্ত্রণে দুই সিটি করপোরেশন নাটক করছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ (জি এম) কাদের।

বুধবার (২০ সেপ্টেম্বর) রাজধানীতে জাপা চেয়ারম্যানের কার্যালয় মিলনায়তনে তিনি এ মন্তব্য করেন।

জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলে‌ছেন, প্রতিদিন কয়েক হাজার মানুষ নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হবে আর এর মধ্য থেকে কিছুসংখ্যক মারা যাবে, এটাই যেনো স্বাভাবিক। আর আমরা ডেঙ্গু নিয়ে কথা বললে নাকি দেশের ভাবমূর্তি নষ্ট হচ্ছে। তাই এটাকে তারা রাষ্ট্রদ্রোহ বিবেচনা করে শাস্তিযোগ্য অপরাধ বানাতে চাচ্ছে। ডেঙ্গুর ভয়াবহতা নিয়ন্ত্রণে কারো যেনো দায় নেই।

রাজধানীতে ডেঙ্গু নিধনে দুই সিটি কর্পোরেশনের কোনো সফলতা নেই উল্লেখ করে তিনি বলেন, সাধারণ মানুষের অভিযোগ, রাজধানীর বাইরেও ডেঙ্গু নিধনে কার্যকর কোনো উদ্যোগ নেই। আবার ডেঙ্গু আক্রান্ত ব্যক্তিদের জন্য পর্যাপ্ত স্যালাইন পাওয়া যাচ্ছে না। প্রভাবশালী একটি গোষ্ঠী জীবন রক্ষাকারী স্যালাইন কালোবাজারে নিয়ে কয়েকগুণ মুনাফা করছে। সরকারের যেন কিছুই করার নেই।

ডেঙ্গু নিয়ন্ত্রণ ও আক্রান্ত রোগীদের সুচিকিৎসা এবং স্যালাইন সরবরাহ নিশ্চিত করতে সরকারকে কার্যকর উদ্যোগ নিতে আহ্বান জানান তিনি।

বিপি/কেজে

You may also like

Leave a Comment

আমাদের সম্পর্কে

যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত বৃহত্তম বাংলা অনলাইন সংবাদপত্র

Feature Posts

Newsletter