যশোরে ২ কেজি ৯৪০ গ্রাম স্বর্ণসহ আটক ৩
রাজু রহমান, যশোর: যশোরের বেনাপোল পোর্ট থানার দৌলতপুর সীমান্ত থেকে ২ কেজি ৯৪০ গ্রাম ওজনের চারটি স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে। এ সময় একটি প্রাইভেটকারসহ তিনজন পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ ২১ বিজিবি সদস্যরা।বুধবার (৩০ আগষ্ট) বেলা সাড়ে ১১টার দিকে দৌলতপুর সীমান্তের বারোপোতা এলাকা থেকে স্বর্ণের বারগুলো উদ্ধার করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানভীর রহমান।
আটক ব্যক্তিরা হলেন-ঝিনাইদহ জেলার কালিগঞ্জ থানার মহিউদ্দিনের ছেলে সাইদুর রহমান মাজেদ (৩৩), যশোর জেলার বাগডাঙা গ্রামের নাসির আলীর ছেলে সাইফুল ইসলাম (৩৬) ও শার্শা বড় বসন্তপুর গ্রামের রেজাউল চৌধুরীর ছেলে মাসুদ চৌধুরী বাবু (৩১)।খুলনা ২১ বিজিবি ব্যাটেলিয়ানের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানভীর রহমান জানান, স্বর্ণ পাচারের গোপন সংবাদের ভিত্তিতে দৌলতপুর সীমান্তের বারোপোতা বাজার এলাকায় বিজিবির একটি বিশেষ টহল দল অবস্থান নেয়। এ সময় একটি প্রাইভেটকারে থাকা সন্দেহভাজন ৩ জনকে আটক করা হয়। পরে তাদের শরীর তল্লাশি করে চারটি স্বর্ণের বার পাওয়া যায়। যার বতর্মান বাজার মূল্য ২ কোটি ৬৫ লাখ টাকা। জব্দকৃত স্বর্ণের চালানটি যশোর ট্রেজারি শাখায় জমা দেওয়া হবে বলে তিনি জানান।
আটক পাচারকারীদের নামে বেনাপোল পোর্ট থানায় মামলা দিয়ে স্বর্ণের চালানটি যশোরের ট্রেজারি শাখায় জমা করা হয়েছে বলে জানান এই বিজিবি কর্মকর্তা।
বিপি>আর এল