আগামী নির্বাচন সুষ্ঠু হবে না
বাংলাপ্রেস ঢাকা: আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে না বলে আশঙ্কা প্রকাশ করেছেন গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন।
আজ মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে গণফোরামের এক আলোচনা সভায় এ আশঙ্কা প্রকাশ করেন তিনি। সভায় নির্বাচন নিয়ে ড. কামালের পক্ষে ছয়টি প্রস্তাব দিয়েছে গণফোরাম।
ড. কামাল হোসেন বলেন, ‘আমাদের আশঙ্কা, নির্বাচন অবাধ ও নিরপেক্ষ হবে না।
ঐক্যবদ্ধ হয়ে জনগণকে চেষ্টা করতে হবে, যাতে অবাধ ও নিরপেক্ষ নির্বাচন হয়। ’ ‘গণতন্ত্র, ন্যায়বিচার ও ভোটাধিকার প্রতিষ্ঠায় আসুন ঐক্যবদ্ধ হই’ স্লোগানে দলের ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এ আলোচনা সভা করে গণফোরাম। সভাপতিত্ব করেন দলের সভাপতি ড. কামাল হোসেন।
বিপি> আর এল