জামালগঞ্জে রাজনৈতিক দলের আচারণবিধি স্বাক্ষর অনুষ্ঠিত

বাংলাপ্রেস ডেস্ক
২৬ আগস্ট, ২০২৩


সাইফ উল্লাহ, সুনামগঞ্জ জেলা প্রতিনিধি: সংঘাত নয়,ঐক্যের বাংলাদেশ চাই এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় মর্যাদা, নিরাপত্তা, বহুত্ববাদ এবং শান্তি- সম্প্রীতি প্রতিষ্টায় রাজনৈতিক দল সমূহের আচারণবিধি স্বাক্ষর অনুষ্টিত হয়েছে।

শনিবার বিকাল ৩ টায় জামালগঞ্জ উপজেলা সদরে রিভার ভিউতে রাজনৈতিক দল সমূহের আচরবিধি স্বাক্ষর অনুষ্টিত হয়। দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর এসপিএল প্রকল্পের সর্বদলীয় সম্প্রীতি উদ্যোগ জামালগঞ্জ উপজেলার পিএফজির আয়োজনে রাজনৈতিক দল সমূহের আচরবিধি স্বাক্ষর অনুষ্টিত হয়।

এ উপলক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন জামালগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মো: নুরুল হক আফিন্দী, পিএফজির জেলা সমন্বয়কারী ও সাবেক ভাইস চেয়ারম্যান মিছবাহ উদ্দিন এর সঞ্চালনায়, প্রধান অতিথি সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সহ সভাপতি রেজাউল করিম শামীম। বিশেষ অতিথি জামালগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এম নবী হোসেন, বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মালেক, জাতীয় পাঠির সভাপতি এম এইচ ফারুক আহমেদ, সাধারণ সম্পাদক আব্দুল মন্নান তালুকদার, মহিলা পরিষদের সভাপতি শেখ আয়শা বেগম, সহ সভাপতি দিপশ্রী, যুবলীগের আহবায়ক আবুল খয়ের, যুব মহিলালীগের সভাপতি শাহানা আল আজাদ, সাবেক প্রেসক্লাব সভাপতি অঞ্জন পুরকায়স্থ। অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন আল আমীন, উজ্জ্বল হাসান, নারীনেত্রী শাহীনা, ভিডিটির সভাপতি অজকুরুনী প্রমূখ। প্রধান অতিথি রেজাউল করিম শামীম বলেন, মর্যাদা, নিরাপত্তা, বহুত্ববাদ এবং শান্তি- সম্প্রীতি প্রতিষ্টায় রাজনৈতিক দল সমূহের আচারণবিধি স্বাক্ষরে আমরা প্রতিঞ্জাবদ্ধ, সহিংসতা নয়, ঐক্যের বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর নেতৃত্বে আমরা কাজ করছি। পাশাপাশি বাংলাদেশ আওয়ামীলীগ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, জাতীয় পাঠি সহ বিভিন্ন পেশাজীবীদের নিয়ে আচারণবিধি স্বাক্ষর করা হয়েছে।

বিপি>আর এল