ডোমারে আ’লীগের সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম অনুষ্ঠিত

বাংলাপ্রেস ডেস্ক
২০ জুলাই, ২০২৩

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর ডোমারে বাংলাদেশ আ’লীগ জোড়াবাড়ী ইউনিয়ন শাখার সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৯ জুলাই) বিকাল ৪টায় উপজেলা জোড়াবাড়ী ইউনিয়নের সিদ্দিকীয়া দাখিল মাদ্রাসা
মাঠে প্রধান অতিথি হিসাবে অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা আ’লীগের সভাপতি এ্যাড.
মানোয়ার হোসেন। প্রধান বক্তা- উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক মঞ্জুুরুল হক চৌধুরী। ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক এহতেশামুল হকের সঞ্চালনায় ভারপ্রাপ্ত সভাপতি মতিয়ার রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে যুব মহিলা লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সরকার ফারহানা আখতার সুমী, উপজেলা আ’লীগের সহ-সভাপতি আরমিন আক্তার, যুগ্ন-সাধারণ সম্পাদক আব্দুল মালেক সরকার, আসমা সিদ্দিকা বেবী, শহিদ আহমেদ শান্তু, সাবেক সাধারণ সম্পাদক মনজিলুর রহমান মঞ্জু, আ’লীগের সাবেক নেতা আবুল কালাম আজাদ, সাংগঠনিক সম্পাদক মতিউর রহামান রুবেল, দপ্তর সম্পাদক সাজ্জাদুল ইসলাম শুভ, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক শিল্পী আক্তার প্রমূখ বক্তব্য রাখেন।
উপজেলা আ’লীগের সভাপতি এ্যাড. মানোয়ার হোসেন জানান মাননীয় প্রধান মন্ত্রী জননেত্রী
শেখ হাসিনার নির্দেশনায় সারা দেশের ন্যায় উপজেলায় নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম চলমান রয়েছে। আগামী সংসদ নির্বাচনে নৌকার পক্ষে কাজ করে মাননীয় প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে সকল নেতা ও কর্মীদের আহবান জানান।

বিপি>আর এল