ডোমারে আব্বাস উদ্দীন সংগীত একাডেমীর ঈদ পুনর্মিলনী
আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর ডোমারে আব্বাস উদ্দীন সংগীত একাডেমী আয়োজিত “ঈদ পুনর্মিলনী” ২০২৩ উপলক্ষে আলোচনা সভা, কবিতা পাঠ ও গানের আসর অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৪ঠা জুলাই) সন্ধ্যায় সাহাপাড়া মাশরাফী ভবনে আব্বাস উদ্দীন সংগীত একাডেমীর সভাপতি মোতাহারুল হোসেন (রফু)র সভাপতিত্বে সিফাত করিমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, অষ্ট্রেলিয়া প্রবাসী, বিশিস্ট চিকিৎসক বীর মুক্তিযোদ্ধা ডাঃ মখদুম আজম মাশরাফী তুতুল।
বিশেয অতিথি হিসাবে সংগঠনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, প্রকৌশলী মঞ্জুর উল আলমদিলু, সহিদুল সরকার, নুরুল ইসলাম, বিএসসি, সাধারণ সম্পাদক এ্যাড. মালা জেসমিন উপস্থিত ছিলেন। এ সময় জাতীয় পার্টিও নেতা মাহামুদুল হক পুতুল, সাংবাদিক রওশন রশিদ, কবি মঞ্জুর আলম, দুলাল চন্দ্র রায়, শিক্ষক আমিনুল ইসলাম বাবু, নুর নবী প্রমূখ বক্তব্য রাখেন।
আলোচনা শেষে আব্বাস উদ্দীন সংগীত একাডেমীর শিল্পীদের অংশগ্রহনে কবিতা পাঠের আসর ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।
বিপি/কেজে