Home বাংলাদেশরংপুর রুহিয়ায় ১ কেজি গাঁজাসহ আটক ১

রুহিয়ায় ১ কেজি গাঁজাসহ আটক ১

by বাংলাপ্রেস ডেস্ক
A+A-
Reset

দুলাল হক,ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়ায় পুলিশের মাদকবিরোধী অভিযানে ১ কেজি গাঁজাসহ নাছিরুল ইসলাম (৩১) নামে এক মাদক ব্যাবসায়ীকে আটক করেছে রুহিয়া থানা পুলিশ।

থানা সূত্রে জানাযায়,২৫ জুন(রবিবার)রাতে গোপন সংবাদের ভিত্তিতে রুহিয়া থানার অফিসার ইনচার্জ সোহেল রানা’র নির্দেশনায় উপ-পরিদর্শক জাহাঙ্গীর আলম, আবু হানিফ মন্ডল সহ সঙ্গীয় ফোর্স নিয়ে রুহিয়া থানাধীন ১৪নং রাজাগাঁও ইউনিয়নের দানোভিটা এলাকায় নাছিরুল ইসলামের বাড়িতে অভিযান চালায়। ১ কেজি গাঁজা ও গাঁজা বিক্রয়ের নগদ ১ হাজার ১শত টাকা সহ ১ মাদক ব্যাবসায়ীকে আটক করা হয়।

আটককৃত নাছিরুল ঐ এলাকার নাওসেদ আলীর ছেলে।এ ঘটনায় পুলিশ বাদী হয়ে ধৃত আসামী নাছিরুল ইসলাম ও পলাতক আসামী সিদ্দিক আলী (৩০) আসামী করে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা দায়ের করেছে।
সোমবার সকালে গ্রেফতারকৃত নাছিরুলকে আদালতে সোপর্দ করা হয়।

রুহিয়া থানার অফিসার ইনচার্জ সোহেল রানা বলেন, আটককৃত ব্যক্তি পেশাদার মাদক ব্যাবসায়ী। তারা বেশ কিছুদিন ধরে বিভিন্ন এলাকা থেকে গাঁজাসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে রুহিয়া থানার বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল।

 

বিপি/কেজে

You may also like

Leave a Comment

কানেকটিকাট, যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত বৃহত্তম বাংলা অনলাইন সংবাদপত্র

ফোন: +১-৮৬০-৯৭০-৭৫৭৫   ইমেইল: bpressusa@gmail.com
স্বত্ব © ২০১৫-২০২৩ বাংলা প্রেস | সম্পাদক ও প্রকাশক: ছাবেদ সাথী