দিনাজপুর জেলা সমিতির স্মরণিকার জন্য জরুরি লেখা আহবান

বাংলাপ্রেস ডেস্ক
১৫ জুন, ২০২৩

নিজস্ব প্রতিবেদক: যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কস্থ দিনাজপুর জেলা সমিতির বনভোজন (১৬ জুলাই, ২০২৩) উপলক্ষে আমাদের ঐতিহাসিক দিনাজপুরের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি সম্বলিত একটি স্মরণিকা প্রকাশের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগ্রহী লিখিয়েদের কাছে স্বরচিত কবিতা, ছড়া, প্রবন্ধ ও রম্যরচনা আহবান করা হচ্ছে। উক্ত স্মরণিকায় আপনার মূল্যবান শুভেচ্ছা বাণী (বিজ্ঞাপন হিসেবে) প্রকাশ করা হবে। আগামী ৫ জুলাই ২০২৩ এর মধ্যে- historicdinajpur@gmail.com এই ইমেইলে লেখা পাঠানোর অনুরোধ করা হয়েছে। ব্যক্তিগত কিংবা পারিবারিক ছবিসহ বিজ্ঞাপন প্রকাশে আগ্রহীরা যোগাযোগ করুন- জাবেদ চৌধুরী-বনভোজন আহবায়ক-২০২৩ (৯১৭-৭১৭-৯৪৪৮), মোহাম্মদ এফ আলম নিউমুন (৬৪৬-৫৪৯-৩৭৮৩), সভাপতি মোহাম্মদ মোশারফ হোসেন (৯১৭-৩৭৮-১২৩৭), সাধারন সম্পাদক অ্যাড. আব্দুর রশিদ (৩৪৭-৭৪০-৪৫৯৯) ও ম্যাগাজিন সম্পাদক (৮৬০-৯৭০-৭৫৭৫)।

বিপি।এসএম