Home অন্যান্য তেঁতুলিয়ায় বিশ্ব মা দিবস পালন

তেঁতুলিয়ায় বিশ্ব মা দিবস পালন

by বাংলাপ্রেস ডেস্ক
A+A-
Reset

হাফিজুর রহমান হাবিব তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি: পঞ্চগড়ের তেঁতুলিয়ায় বিশ্ব ‘মা’ দিবস পালন উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক দপ্তরের আয়োজনে রবিবার (১৪ মে) সকাল ১০ টায় উপজেলা পরিষদ চত্তর হতে একটি র‌্যালি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদিক্ষণ করে। র‌্যালি শেষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সোহাগ চন্দ্র সাহা।

উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সুলতানা রাজিয়া দিবসটির উপর গুরুত্বারোপ করে বক্তব্য রাখেন। এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা আনসার ভিডিপি কমান্ডার রোকেয়া বেগম, তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের (ওসিসি) প্রোগ্রাম অফিসার আল মামুন, উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রশিক্ষক শাহজাহান আলী প্রমুখ।বিশ্ব মা দিবস উপলক্ষে রচনা প্রতিযোগিতায় যে সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন, কাজী শাহাবুদ্দিন বালিকা বিদ্যালয় ও কলেজ, তেতুলিয়া সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়, আজিজ নগর দ্বিমুখী উচ্চ বিদ্যালয়, রণচন্ডী দ্বিমুখী উচ্চ বিদ্যালয়।রচনা প্রতিযোগিতায় শিক্ষার্থীর মাঝে পুরস্কার বিতরণের মাধ্যমে বিশ্ব মা দিবসটি পালিত হয়।

বিপি/কেজে

You may also like

Leave a Comment

কানেকটিকাট, যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত বৃহত্তম বাংলা অনলাইন সংবাদপত্র

ফোন: +১-৮৬০-৯৭০-৭৫৭৫   ইমেইল: bpressusa@gmail.com
স্বত্ব © ২০১৫-২০২৩ বাংলা প্রেস | সম্পাদক ও প্রকাশক: ছাবেদ সাথী