Home রাজনীতিবিএনপি সাবেক ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির সহধমির্ণী মারা গেছেন

সাবেক ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির সহধমির্ণী মারা গেছেন

Published: Updated:
A+A-
Reset

বাংলাপ্রেস ডেস্ক: সাবেক শিক্ষামন্ত্রী, সাবেক ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ও সাবেক জাতীয় সংসদ স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের সহধর্মিণী নুর আকতার সরকার মারা গেছেন।

মঙ্গলবার (২ মে) রাজধানীর ধানমন্ডি ল্যাব এইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি পরলোকগমন করেন। মৃত্যুকালে তিনি দুই ছেলে, এক মেয়েসহ রেখে গেছেন।

বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করে জানান, আজ বাদ মাগরিব ধানমন্ডি তাকওয়া মসজিদে মরহুমার জানাজা শেষে দিনাজপুর নিয়ে যাওয়া হবে। সেখানে আগামীকাল বুধবার (৩ মে) দিনাজপুরে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

এদিকে নুর আকতার সরকারের মৃত্যুর খবর পেয়ে তার বাসায় যান বিএনপির আইনবিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল, পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও পঞ্চগড় জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ।

বিপি>আর এল

You may also like

Leave a Comment

কানেকটিকাট, যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত বৃহত্তম বাংলা অনলাইন সংবাদপত্র

ফোন: +১-৮৬০-৯৭০-৭৫৭৫   ইমেইল: bpressusa@gmail.com
স্বত্ব © ২০১৫-২০২৩ বাংলা প্রেস | সম্পাদক ও প্রকাশক: ছাবেদ সাথী