Menu

সর্বশেষ
সর্বশেষ


ম্যানচেস্টারের ওয়াটকিন্স ফিউনারেল হোমে আব্দুল হক শরীফের জানাজায় অংশ নিলেন স্থানীয় প্রবাসীরা

নিজস্ব প্রতিবেদক : যুক্তরাষ্ট্রের কানেকটিকাট প্রবাসী ইউনিভার্সিটি অব কানেকটিকাট (ইউকন)-এর সাবেক শিক্ষক ড. আব্দুল হক শরীফ নামাজে জানাজা আজ সোমবার স্থানীয় ম্যানচেস্টারের ওয়াটকিন্স ফিউনারেল হোমে সম্পন্ন হয়েছে। প্রাণঘাতী করোনাভাইরাসের ফলে অঙ্গরাজ্যের সতর্কীকরণ বিধি মোতাবেক জনসমাগম পরিহারকল্পে শুধু ২০/২২ জন প্রবাসী সরাসরি জানাজায় অংশ নেন। কিন্তু ক্লিয়ায়েন্ট ডট ট্রিবুকাষ্ট ডটকম অনলাইন ভিডিও’র মাধ্যমে বিভিন্ন শহর থেকে প্রায় শতাধিক প্রবাসী বাংলাদেশি আব্দুল হক শরীফের জানাজায় অংশ নেন।জানাজা নামাজ পরিচালনা করেন মদিনা মসজিদের ইমাম নিহাল।
গত রবিবার বিকেলে বুকের ব্যথা দেখা দিলে আব্দুল হক শরীফকে দ্রুত হার্টফোর্ড হাসপাতালে নেওয়ার সময় পথিমধ্যে অ্যাম্বুলেন্সের ভেতরই (৫টা ২০ মিঃ) তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৮ বছর।

মরহুম ড. আব্দুল হক শরীফ

ড. আব্দুল হক শরীফ দীর্ঘদিন ধরে কানেকটিকাটে গ্লাসটোনবুরি শহরে বসবাস করছেন। তিনি ইউনিভার্সিটি অব কানেকটিকাট (ইউকন)-এর শিক্ষক ছিলেন। একটি ইন্সুরেন্স কোম্পানিতে চাকুরির সুবাদে তিনি বেশ কয়েক বছর ওহাইও অঙ্গরাজ্যের কলম্বাসে ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

জানাজা শেষে মরহুম ড. আব্দুল হক শরীফের লাশ কবরস্থানে নিয়ে যাওয়া হচ্ছে

আব্দুল হক শরীফের দেশের বাড়ি বৃহত্তর বরিশালের প্টুয়াখালী জেলার বাউফলে। জানাজা শেষে ইনফিল্ডের মুসলিম কবরস্থানে তাঁকে দাফন করা হয়। আব্দুল হক শরীফের মৃত্যুতে স্থানীয় বরিশাল কমিউনিটি, বৃহত্তর নোয়াখালী সমিতি, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি, বাংলাদেশ সোসাইটি অব কানেকটিকাট (বিএসসি) ও বাংলাদেশি আমেরিকান অ্যাসোশিয়েশন অব কানেকটিকাট (বাক)- এর নেতৃবৃন্দসহ স্থানীয় কমিউনিটির নেতারা পৃথক পৃথকভাবে শোক প্রকাশ করে মরহুমের আত্নার মাগফিরাত কামনা করেছেন। নেতারা আব্দুল হক শরীফের শোক সন্তপ্ত পরিবারের প্রতিও সমবেদনা জানিয়েছেন।

বিপি।সিএস


Leave a Comments

avatar
  Subscribe  
Notify of

সর্বশেষ সংবাদ

এই বিভাগের আরও সংবাদ