Menu

সর্বশেষ
সর্বশেষ


নিজস্ব প্রতিবেদক: যুক্তরাষ্ট্রের কানেকটিকাটে মিডলটাউনে নবনির্মিত মসজিদের শুভ উদ্বোধন আজ শুক্রবার বাদ জুমা অনুষ্ঠিত হবে। দীর্ঘদিনের প্রচেষ্টায় এ মসজিদ নির্মাণের ফলে মিডলটাউন ও ক্রোমওয়েলে বসবাসকারী বাংলাদেশিসহ ভিন্ন দেশীয় ধর্মপ্রাণ মুসলমানদের নিয়মিত নামাজ আদায় এবং নতুন প্রজন্মের শিশুকিশোরদের ধর্মশিক্ষা কিছুটা সহায়ক হবে বলে স্থানীয়রা মনে করছেন।

মিডলটাউনে নবনির্মিত এ ভবনের মসজিদের শুভ উদ্বোধন করবেন কানেকটিকাটের ষ্টেট সিনেটর ম্যাট লেসার। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সিনেটর সাউদ আনোয়ার, মিডলটাউনের মেয়র বেন ফ্লোরসেইন ক্রোমওয়েল কাউন্সিলম্যান জেমস ডিমেট্রিয়াস এবং ক্রোমওয়েলের নির্বাচিত বাংলাদেশি প্লানিং ও জোনিং কমিশনার মো: নাজমুল ইসলাম।

ওমর ইসলামিক সেন্টারের প্রতিষ্ঠাতা ইমাম আহমেদ বেদির -এর প্রচেষ্টায় মিডলটাউনে ওমর ইসলাম সেন্টারও চালু করা হয়েছে বলে জানা গেছে। এরই ধারাবাহিকতায় মিডলটাউনে নবনির্মিত মসজিদের শুভ উদ্বোধন হচ্ছে।

বিপি।সিএস


Leave a Comments

avatar
  Subscribe  
Notify of

এই বিভাগের আরও সংবাদ