Menu

সর্বশেষ
সর্বশেষ


নিউ ইয়র্ক প্রতিনিধি : যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের ফিলাডেলফিয়া শহরে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন বিশ্ববিদ্যালয় পড়ুয়া বাংলাদেশি কৃতিছাত্রী। দুর্ঘটনায় আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় গত বুধবার দিবাগত রাতে স্থানীয় হাসপাতালে মেহেরুন চৌধুরী (১৯) নামের এ কৃতিছাত্রীর মৃত্যু হয়। তাকে প্রায় ৩৮ ঘণ্টা লাইফ সাপোর্টে রাখা হয়েছিল।
জানা গেছে, গত মঙ্গলবার ফিলাডেলফিয়া শহরে গাড়ি চালিয়ে যাবার সময় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহতন হয়েছিলেন মেহেরুন চৌধুরী। ঘটনার পর পুলিশ দ্রুত এ্যাম্বুলেন্সে করে তাকে পেন প্রেসবাইটেরিয়ান মেডিকেল সেন্টারে ভর্তি করে। এ সময় মেহেরুনের ভাইও ঐ গাড়িতে ছিল। প্রাথমিক চিকিৎসার পর হাসপাতাল থেকে ছাড়া পান তার ভাই। মেহেরুন চৌধুরীর বাবা লুৎফর চৌধুরী মিঠুর ফিলাডেলফিয়ার অপারডারবি এলাকার বাসিন্দা। তিনি ফিলাডেলফিয়ার সকল প্রবাসীদের অত্যন্ত প্রিয়মুখ। তার দেশের বাড়ি মুন্সিগঞ্জ জেলার গজারিয়ায়। আগামীকাল শুক্রবার বাদ জুম্মা (দুপুর ১ ঘটিকায়) আপারডারবি মদিনা মসজিদে প্রয়াত মেহেরুন চৌধুরীর নামাজে জানাজা অনুষ্টিত হবে বলে স্থানীয় প্রবাসীদের সূত্রে জানা গেছে।

বিপি।সিএস


Leave a Comments

avatar
  Subscribe  
Notify of

এই বিভাগের আরও সংবাদ