Menu

সর্বশেষ
সর্বশেষ


বাংলাপ্রেস ডেস্ক: করোনাভাইরাসের বর্তমান পরিস্থিতিতে নিজ নিজ কারখানা আগামী ৪ এপ্রিল পর্যন্ত বন্ধ রাখার বিষয়ে বিবেচনা করার জন্য বিজিএমইএ’র সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন সংগঠনটির সভাপতি ড. রুবানা হক।

বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে তিনি এই আহ্বান জানান। করোনাভাইরাসের পরিস্থিতি বিবেচনায় ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত সরকার সাধারণ ছুটি ঘোষণা করেছে। কিন্তু এই সময় কারখানা মালিকেরা তাদের কারখানা বন্ধ ঘোষণা করেনি।

এমন প্রেক্ষাপটে তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএর সভাপতি ড. রুবানা হক এই বিজ্ঞপ্তি দিয়েছেন।

এতে তিনি বিজিএমইএর সদস্যদের প্রতি আহ্বান জানিয়ে বলেন: ‘‘আমরা প্রথমে যাদের আত্মত্যাগের বিনিময়ে এই বাংলাদেশ পেয়েছি, মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে তাঁদের সকলের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি।

মহান স্বাধীনতা এবং জাতীয় দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী আমাদের সবাইকে সুনির্দিষ্ট দিকনির্দেশনা দিয়েছেন। সবার সুরক্ষার এবং সুস্বাস্থ্যের জন্য কিছু সচেতনতামূলক পদক্ষেপ নিতে বলেছেন তিনি।

প্রধানমন্ত্রীকে অনুসরণ করে সর্ববৃহৎ শিল্প হিসেবে আমাদের দৃষ্টান্ত স্থাপন করা উচিত। এমতাবস্থায় কারখানা বন্ধ দেয়া বিবেচনা করবেন বলে আশা করি।’’

বিপি/আর এল


Leave a Comments

avatar
  Subscribe  
Notify of